বৃষ্টি আসায় মুষড়ে পড়েছেন মানবতার ফেরিওয়ালারা

২০৮ পঠিত ... ১৭:১৮, মে ০৬, ২০২৪

12

গতকাল থেকে দেখা মিলেছে বৃষ্টির। বৃষ্টি, ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ উড়ে এসে একদম জুড়ে বসেছে। বসেছে তো বসেছে যাওয়ার কোনো নামই নেই। এমন উড়ে এসে জুড়ে বসাতে খুশি হয়েছেন হাজার হাজার মানুষ। বৃষ্টির জন্য তাদের এত এত অপেক্ষার এবার ঘটেছে অবসান! তবে, বৃষ্টির এমন চলে আসাতে পুরোপুরি মুষড়ে পড়েছেন মানবতার ফেরিওয়ালারা।

এ ব্যাপারে একজন মানবতার ফেরিওয়ালা আমাদের জানালেন, ‘গরম না থাকলে, রোদ না থাকলে আমরা বেঁচে থাকব কীভাবে? আমরা মানুষের উপকার করব কীভাবে? আমাদের কাজই তো মানুষের উপকার করা। বৃষ্টিতে তো আমরা উপকার করতে পারি না। যেভাবেই হোক রোদ ফিরিয়ে আনতে হবে, শহর ৪০ ডিগ্রি রোদে হা হুতাশা করবে আমরা তখন মোড়ে মোড়ে শরবত দান করব। আমরা মানুষের পাশে দাঁড়াব।‘

এ বিষয়ে অন্য এক মানবতার ফেরিওয়ালা জানালেন, ‘আমরা বৃষ্টি চলে যাওয়ার জন্য ব্যাঙ দম্পতির ডিভোর্সের ব্যবস্থা করতেছি। দরকার হলে পৃথিবীর সব ব্যাঙদের আলাদা করে ছাড়ব তবু আমাদের শহরে রোদ এনে ছাড়ব।‘

২০৮ পঠিত ... ১৭:১৮, মে ০৬, ২০২৪

Top