গাছ লাগাতে অস্বীকৃতি জানাচ্ছেন সদ্য বিবাহিত পুরুষরা

২৯৪ পঠিত ... ১৭:৫২, এপ্রিল ২১, ২০২৪

20

গাছ লাগান, ফেসবুক বাঁচান। আজকের এই দিনে গাছ না লাগালে কোনোভাবেই নিজের ফেসবুক, পরিবেশ, এমনকি মান-সম্মান টিকিয়ে রাখা যাচ্ছে না। দলে দলে গাছ লাগাচ্ছেন সবাই। ছোটো থেকে বড় গাছ লাগানো থামছে না কারও। তবে, এমন পরিস্থিতিতেও গাছ লাগাতে অস্বীকৃতি জানাচ্ছেন, একদল পুরুষ! তাদের দাবি একটাই, গাছ লাগানোর জন্য বিয়ে করি নাই!

সদ্য বিবাহিত পুরুষরা গাছ লাগানোর দিকে একদমই মনোযোগী হতে পারছেন না। এ ব্যাপারে গতরাতে বিয়ে করেছেন এমন একজনের সাথে কথা বললে তিনি জানালেন, ‘বিয়ে করেছি কি গাছ লাগানোর জন্য? বিয়ের প্রথম রাত, কতকিছু কল্পনা করে রেখেছিলাম। অথচ আমার সাথে কী হয়েছে? আব্বা বাসায় ১৫টা গাছ নিয়ে এসেছে, এনে বলেছে স্বামী-স্ত্রী মিলে এগুলা লাগাও। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই বিয়েতে উপহার হিসেবে গাছ দিয়েছে। গতরাতে ১০৭টা গাছ লাগিয়েছি! অথচ লাগানোর কথা কী ছিল?’

এরইমধ্যে সদ্য বিবাহিত পুরুষরা গাছ না লাগানোর জন্য একটা সংস্থা খুলে বসেছেন। তাদের সংস্থার দাবি একটাই, আমরা গাছ লাগাব না, আমাদের যা পছন্দ তা লাগাব। এক গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, তাদেরকে গাছ লাগাতে বাধ্য করলে দেশ ছেড়ে দেশান্তর হওয়ার সিদ্ধান্ত নেবেন তারা। তবু, বিয়ের পর গাছ লাগাতে রাজি নন। 

২৯৪ পঠিত ... ১৭:৫২, এপ্রিল ২১, ২০২৪

Top