আজকে প্রথম রমজান, গতরাতে ছিল আমাদের প্রথম সেহরি। সেহরিতে ঘুম থেকে উঠিয়ে দেয়ার ঐতিহ্য আমাদের আজকের না, যুগ যুগ ধরে আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি। নিজে উঠার পাশাপাশি আশেপাশের সবাই, আত্মীয়-স্বজন, এমনকি ফেসবুকে পোস্ট করে ফেসবুকবাসীকে জাগিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব। এমন দায়িত্বই পালন করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫ জন মেয়ে। বিরাট আবেগের নদীতে ভেসে ভেসে তারা সেহরিতে জাগিয়ে দিয়েছেন তাদের একমাত্র লয়্যাল বয়ফ্রেন্ড ফাহিমকে।
এদিকে, ১৫ জন আলাদা আলাদা গার্লফ্রেন্ডের থেকে ১৫ বার ফোন পাওয়ায়, বেচারা প্লে-বয় ফাহিমকে একরাতে ১৫ বার ঘুম থেকে উঠতে হয়েছে। এ ব্যাপারে ফাহিম জানালেন, ‘প্রথমদিকে যখন ৩-৪টা প্রেম করতাম তখন এই অসুবিধা হতো না। কিন্তু, এখন তো আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। ১৫ বার কল রিসিভ করে আমি উঠেছি বাবু তুমিও উঠো, তুমি না খেলে আমি খাব না। এটা কী রিপিট করা যায় বলেন? আবার সেহরি শেষ করে আমার সবাইকে কল করে করে বলাও লাগছে, ফার্স্ট সেহরি ডান বাবু।’
ফাহিমের এমন করুণ অবস্থার কথা জানাজানি হলে তার বেস্টফ্রেন্ড রিফাত বললেন, ‘আমি জন্ম-জন্মান্তর ধরে সিঙ্গেল। ফাহিম চাইলে আমি এই রমজানে ৫ জনের দায়িত্ব নিতে পারি।’