আড়মোড়া ভাঙছে চাঁদপুরের শয়তান

৪৭৫ পঠিত ... ১৫:১১, এপ্রিল ১৫, ২০২৩

আড়মোড়া

চলছে ২৩ রমজান। আমাদের ইদ আসতে আরও ৬-৭ দিন বাকি থাকলেও, চাঁদপুরবাসীর বাকি মাত্র ৫-৬ দিন। এখনও যদি শয়তান ঘুমিয়ে থাকে তবে আসতে বিরাট দেরি হয়ে যাবে। তাই নিজেদের ক্ষতির কথা মাথায় রেখে চাঁদপুরের শয়তান খুব বুদ্ধির সাথে এখনই প্রস্তুতি নিয়ে ফেলেছে। আজ ভোরেই বিকট আওয়াজ শোনা গেল, চাঁদপুরের শয়তানের আড়মোড়া ভাঙার।

এমন বিকট আওয়াজের পর আমরা তড়িঘড়ি করে চাঁদপুরের এক শয়তানকে কল দেয়ার চেষ্টা করলাম। তিনি ঘুম জড়িত কণ্ঠে আমাদের কল রিসিভ করে জানালেন, ‘আপনেরা মিয়া অন্য দেশের মানুষ। আমাদের চাঁদপুরের মানুষ কখন কোন সময় চাঁদ দেইখা ফালায়, ইদ কইরা ফালায় এগুলা কি বলা যায়? দেখা গেল, আমরা আপনাদের আশা কইরা ঘুমায় আছি, এদিকে এদের ইদ শেষ। তখন আমাদের কি হবে? তাই আমরা একদম দেরি করি নাই। আজকেই সবার আড়মোড়া ভাঙা শেষ!’

এদিকে এক গোপন প্রতিবেদনের মাধ্যমে জানা গেল, চাঁদপুরের আড়মোড়া ভাঙার শব্দ শুনে সতর্ক হয়ে গেছে শয়তান এসোসিয়েশন অব সৌদি। তারাও আগামীকাল অফিশিয়ালি নিজেদের আড়মোড়া ভেঙে ফেলবে বলে জানিয়েছে।

এদিকে সমস্যায় পড়েছে বাংলাদেশি চাঁদ দেখা সমিতি। এবার কাদের ফলো করবে? চাঁদপুর নাকি সৌদি? মাথায় ঢুকছে না কিছুই!

৪৭৫ পঠিত ... ১৫:১১, এপ্রিল ১৫, ২০২৩

Top