সন্ধ্যার পর মোহাম্মদপুর মানেই এক আতংকের নাম। বিশেষ করে যাদের দামি মোবাইল ফোন আছে, তারা বিশেষ কোনো দরকার না হলে মোহাম্মদপুরকে এড়িয়ে চলারই চেষ্টা করেন। কিন্তু, সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চক্ষু ছানাবড়া করা এক তথ্য। মোবাইল নয়, মোহাম্মদপুরে বেড়েছে খেজুর ছিনতাইয়ের ঘটনা। এতেই নড়েচড়ে বসেছে খেজুর লাভাররা।
খেজুরের এমন আকাশছোঁয়া দাম এদিকে আবার মোহাম্মদপুরের এমন ছিনতাইয়ে বেশ চিন্তায়ই আছেন তারা। এমনই এক খেজুর লাভার আমাদের বলেন, ‘৪০০ টাকার খেজুর ১৫০০ টাকায় কিনে খাচ্ছি, এর মাঝে যদি দামি এই খেজুর ছিনতাই হওয়ার আতংকে থাকতে হয় তাহলে আমার কোনো লাভ-লস নাই আমার লাইফটাই লস। দরকার হলে মোবাইল নিয়ে যাক, কিন্তু রমজান মাসে খেজুর নিয়ে গেলে বরই দিয়ে ইফতার করার দুঃস্বপ্ন সত্যিতে পরিণত হয়ে যাবে।‘
ছিনতাইকারীদের খেজুরের প্রতি এমন লোভ বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে এক খেজুর গবেষক আমাদের বলেন, ‘মোবাইল ছিনতাই করলে অনেক সময় ধরা খেয়ে যাওয়ার আশংকা থাকে, কিন্তু খেজুরে তেমন টেনশন নাই। কারণ খেজুর ট্র্যাক করা যায় না। পাশাপাশি খেজুরের অতিরিক্ত দামের জন্য অনেকে খেজুর না কিনে মোহাম্মদপুরে ঘাপটি মেরে থাকতে শুরু করেছেন।‘
বিষয়টির সত্যতা যাচাইয়ে আমাদের প্রতিবেদক মোহাম্মদপুরের, ‘ভাই এদিকে আসেন কথা আছে’ সমিতির সভাপতির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি আমাদের প্রতিবেদককে মোহাম্মদপুরে যাওয়ার আমন্ত্রণ জানালে প্রতিবেদক ভাইটি ভয়ে ফোন বন্ধ করে দেন।