বইমেলার অন্যতম এক যন্ত্রণার নাম নব্য লেখক, নিজের বই জোর করে গছিয়ে দিতে তাদের জুড়ি মেলা ভার। নব্য লেখকদের এই যন্ত্রণায় অনেকে বইমেলায় যাওয়া থেকে নিজেকে বিরত রাখেন, আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানালেও এখন হুট করে পাঠকদের আক্রমণ করে বসেন এসব লেখক।
তবে আর চিন্তা নেই, নব্য লেখকদের হাত থেকে নিজেকে বাঁচাতে এলো নতুন জিপিএস ট্র্যাকার। এই ট্র্যাকার অন করে বইমেলায় ঢুকলে আপনি নব্য লেখকদের অবস্থানগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন! বোনাস হিসেবে এই ট্র্যাকারে রয়েছে স্পেশাল টিপু সুলতান ফিচার যেটি আপনার আশপাশের ১০ গজের মধ্যে টিপু সুলতান এলেই রেড এলার্ট বাজাতে শুরু করবে।
ট্র্যাকারটির কার্যকারিতা সম্পর্কে জানাতে গিয়ে এর উদ্ভাবক বলেন, ‘গতবার বইমেলায় গিয়ে আমার ব্যাপক লস হয়েছিল, এলাকার এক বড় ভাই নতুন নতুন বই লেখা শুরু করেছিলেন। তিনি নিজের “আমি এবং আমার স্ট্যাটাস সমগ্র” বইয়ের ৩ কপি জোর করে আমাকে দিয়ে কিনিয়েছিলেন। এমনকি নব্য দুই কবির দৌড়ানি খেয়ে আমাকে বইমেলা থেকে জান বাঁচিয়ে পালাতে হয়েছিল। নিজের এবং আমার অন্যান্য পাঠক ভাইদের কথা ভেবেই এই ট্র্যাকারটি এনেছি এখন জানও বাঁচবে, টাকাও কামাই হবে।‘