ঢাকায় জ্যাম না থাকায় বিষণ্ণতায় ভুগছেন এক তৃতীয়াংশ মানুষ

১৯৯ পঠিত ... ১৭:৩৪, অক্টোবর ২২, ২০২৩

Jam-na-thakay

আজকে সকাল থেকে হঠাৎ করেই ঢাকা শহর ফাঁকা। কোথাও কোনো জ্যাম নেই, চারিদিকে রাস্তাদের হাহাকার। উত্তরা থেকে ধানমণ্ডি আসতে যেখানে একদিন লাগে সেখানে আজকে চলে এসেছেন মাত্র ২০ মিনিটে। আজকের এই দশায় খুশি হওয়ার কথা ছিল সবাইকেই। কিন্তু, খুশি হতে পারছেন না ঢাকা শহরের অনেক অনেক মানুষ। তাদের খুশি না হতে পারার কারণ জানতে চাইলাম আমরা।

বনানীর এক কর্পোরেট কর্মচারী আমাদের বললেন, ‘আমার বাসা ধানমণ্ডিতে এবং অফিস বনানীতে। প্রতিদিন ৬টায় ঘুম থেকে উঠে বাস নেই, তারপর বাসেই ব্রাশ করি, রেডি হই, নাস্তা করি, একটু নেপ নেই। এগুলো করে ৩ ঘণ্টা যায়, বিজয় স্মরণীর জ্যামটা কাটে। তারপর আস্তেধীরে আমি আমার অফিসে পৌঁছাই। অথচ আজকে, আজকে ৬টায় বের হয়ে, ৬টা ৩০ এই অফিসে চলে এসেছি! এটা কেমন কথা! আমি কিছুই করতে পারলাম না, উড়ে উড়ে অফিসে চলে আসলাম। এভাবে হুট করে মানুষের অভ্যাস বদলে দিলে তো হয় না।'

আরেকজন জানালেন, ‘আমার অফিসের দরজা খোলে সকাল ১০টায় অথচ আমি এসে বসে আছি সকাল ৬টায়। আমার এই ৪ ঘণ্টা যে কী করুণ কেটেছে! কিছু করার নেই, সিঁড়িতে বসে থাকো চুপচাপ। যদিও আমি বুদ্ধি করে মোবাইলে জ্যামের ছবি বের করে বসে ছিলাম। কিন্তু এভাবে কতদিন? আমাদের অভ্যস্ত করে জ্যাম সরায় নিলে তো হবে না। আমরা জ্যাম ফেরত চাই!’

১৯৯ পঠিত ... ১৭:৩৪, অক্টোবর ২২, ২০২৩

Top