ঢাকার আদলে আমাজনের জঙ্গল কেটে বানানো হচ্ছে ফুলের বাগান

২৩৯ পঠিত ... ১৬:৫৮, মে ২২, ২০২৩

Amazon

গরু মেরে জুতাদানের মতো ঢাকার সাতমসজিদ রোডে বড় গাছ কেটে লাগানো হয়েছে ফুলের গাছ। শহরবাসীদের মধ্যে ঘটনাটি নিয়ে ক্ষোভ কাজ করলেও এই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে একদম ঢাকার আদলে জঙ্গল কেটে ফুলের বাগান বানানো হচ্ছে আমাজনের জঙ্গলে। আমাজনের স্থানীয় কিছু বাসিন্দা এটি নিয়ে মানববন্ধন করলেও জঙ্গল কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো বিষয়টি আমলে না নিয়ে তাদের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে।

এই ব্যাপারে আমাজন দক্ষিণের মেয়রের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখেন জঙ্গল তো কারোই ভালো লাগে না। আর সৌন্দর্যবর্ধন করতে হলে গাছ তো কাটা পড়বেই। ব্যাপারটা দুঃখজনক হলেও আমাদের কিছু করার নেই, তবে আমি কথা দিচ্ছি গাছ কাটা হলেও আমি আমাজনকে সাতমসজিদ রোডের মতো সুন্দর করে গড়ে তুলবোই তুলবো।‘

অন্যদিকে সেখানে কী ফুলের গাছ লাগানো হবে সেটি জানতে চাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা তার টিকটক অ্যাকাউন্টে ফলো করতে হবে এমন শর্তে আমাদের বলেন, ‘আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগের চেষ্টা করছি। চাইছি সাতমসজিদ রোডে যে ফুলের গাছগুলো লাগানো হয়েছে সেগুলোই এখানে লাগানোর। ফুলের গাছ দেখতে এবং কিনতে বাংলাদেশ যাওয়ার জন্য শতকোটি টাকার বাজেট এবং সরকারি কর্মকর্তাদের দল ইতিমধ্যেই রেডি আছে আমাদের।‘

২৩৯ পঠিত ... ১৬:৫৮, মে ২২, ২০২৩

Top