ঈদ উপলক্ষে মার্কেটে পাঞ্জাবীর বদলে বিক্রি হচ্ছে 'পাঞ্জাবীসহ জামাই'

৫৫৬ পঠিত ... ১৬:০৭, এপ্রিল ১৭, ২০২২

Panjabi-shoho-jamai

বছর ঘুরে আবার আসছে ঈদ। ঈদ উপলক্ষে কেনাকাটার ধুম পড়ে গেছে লোকজনের মধ্যে। ঈদের শপিংয়ে মেতেছে বাচ্চাকাচ্চা থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই। অন্যদিকে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন দেশিয় কাপড়ের দোকানদাররা। মার্কেটগুলোতে শাড়ি, পাঞ্জাবী, শার্ট প্যান্টসহ সব ধরনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন তাঁরা।

তবে শার্ট কিংবা পাঞ্জাবীর পরিবর্তে এবারের ঈদে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে 'পাঞ্জাবীসহ জামাই'। উঠতি বয়সের তরুণীরা পছন্দের 'পাঞ্জাবীসহ জামাই' কিনে উপহার দিচ্ছেন নিজের বাবা-মাকে।

রাজধানীর গাউসিয়া, নিউমার্কেট, গুলিস্থানসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে ঘুরে দেখা যায়, দোকানদাররা তাদের দোকানে পায়জামা-পাঞ্জাবী পরিয়ে দেশি বিদেশি জামাইদের সাজিয়ে রেখেছেন। সেখানে মাত্র দেড়শ থেকে দুই’শ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে দেশীয় নন-ব্র‍্যান্ডের সব পাঞ্জাবী পরিহিত জামাই। দেশি ব্র‍্যান্ডের জামাইদের দাম পড়ছে এক হাজার থেকে বারো'শ টাকা। অন্যদিকে বিদেশি জামাইয়ের দাম পড়ছে আড়াই থেকে পাঁচ হাজার টাকা।

ঈদ উপলক্ষে নিজের বাবা-মাকে উপহার দেবে বলে 'পাঞ্জাবীসহ জামাই' কিনতে আসা এমনই এক ক্রেতা সাদিয়া। তার সাথে কথা বলে জানা গেলো, এবারের ঈদ শপিংয়ে 'পাঞ্জাবীসহ জামাই' ট্রেন্ডটা ঈদের বাজার দখল করে নিয়েছে। উঠতি বয়সের তরুণীরা পছন্দের জামাই কিনে উপহার দিচ্ছে নিজের বাবা-মাকে। বাবা-মা'রাও খুশিমনে সন্তানের সেই উপহার গ্রহণ করছেন। তবে, 'পাঞ্জাবীসহ জামাই' কিনতে গিয়ে অনেকেই আবার দোকানদারদের কাছে ঠকে যাচ্ছেন। দোকানদাররা কমমূল্যের জামাই অধিক মূল্যে ধরিয়ে দিচ্ছেন ক্রেতাদের হাতে।

সাদিয়া আরও জানান, তিনি নিজেও দেশীয় ব্র‍্যান্ডের একটি 'পাঞ্জাবীসহ জামাই' কিনে নিয়েছেন। নিউমার্কেট এবং গুলিস্থানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে জামাই। অন্যদিকে, একই জামাই বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্ক থেকে কিনতে গেলে তিন চারগুণ বেশি দাম হাঁকা হচ্ছে।  

তবে বেশি দাম চাওয়ার বিষয়টি মানতে নারাজ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের 'জামাই' বিক্রেতা রহমত উল্ল্যাহ। তিনি বলেন, গুলিস্তান কিংবা নিউমার্কেটের জামাইয়ের চেয়ে আমাদের জামাইয়ের দাম বেশি পড়বে এটাই স্বাভাবিক। নিউমার্কেট কিংবা গুলিস্তানে যেসব 'পাঞ্জাবীসহ জামাই' বিক্রি হচ্ছে সেগুলোর কোনো গ্যারান্টি নাই। এসব 'জামাই' বাসায় নিয়ে যেতে যেতেই গায়ের রঙ উঠে যাবে; সাদা জামাই কালো হয়ে যাবে। অন্যদিকে, আমাদের দোকানে সব ব্র‍্যান্ডেড পাঞ্জাবী এবং ব্র‍্যান্ডেড জামাই। এদের গুনগত মান হাজারগুণ ভালো। সারাবছর ব্যবহার করলেও এসব জামাইয়ের কোয়ালিটি এক পার্সেন্টও কমার সম্ভাবনা নেই। তাই, আপামর ক্রেতাসাধারণ গুলিস্তান কিংবা নিউমার্কেট থেকে 'পাঞ্জাবীসহ জামাই' না কিনে বসুন্ধরা থেকে ভালো কোয়ালিটির 'জামাই' কিনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

৫৫৬ পঠিত ... ১৬:০৭, এপ্রিল ১৭, ২০২২

Top