আসন্ন শীতে রাজধানীতে শিমের পাশাপাশি মিলছে বাহারি রঙের 'সিম'

৫৫৮ পঠিত ... ২০:০৩, অক্টোবর ১০, ২০১৮

এখন চলছে অক্টোবর মাস। ইংরেজি এই মাসের নাম শুনলেই বছরের দশম মাসের পাশাপাশি যে চিন্তাটি আমাদের মাথায় খেলে যায় তা হলো এখন হেমন্তের সময়! অর্থাৎ শীতকাল আসন্ন। আর শীতকাল মানেই গায়ে জ্যাকেট-হুডি চড়িয়ে ভাবসাব নেয়া। শুধু তাই না, শীতকালে আমজনতার মাঝে সবজি খাবার যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলে তাও প্রশংসাযোগ্য। তবে সম্প্রতি শীতপ্রধান সবজির চড়া বাজার দর সাধারণ মানুষের কপালে যে চিন্তার ভাঁজ ফেলা শুরু করেছিলো তার সমাধান হিসেবে এবার এলো ‘সিম’!

SIm-2
গত ৮ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল ‘টেকশহর’, বিগত কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে বিটিআরসির অবৈধ সিম জব্দ করা নিয়ে একটি খবর প্রকাশ করে। খবরে বলা হয়, গত ৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাবের সহায়তায় চালানো এসব অভিযানে, টেলিটক-এয়ারটেল ও রবি-গ্রামীনফোন-বাংলালিংকসহ প্রায় ১১হাজার সিম জব্দ করা হয়েছে!  এতো অবৈধ সিম কীভাবে এলো জানতে চাইলে ফোনালাপে বিটিআরসির উচ্চপদস্থ এক কর্মকর্তা সংক্ষেপে উত্তর দেন, ‘সিজন আসতেছে সামনে, তাই।’ আরেকটু ব্যাখ্যা করবার অনুরোধে তিনি জানান, ‘প্রত্যেক বছরেই দেখা যায় শীতকালে কতিপয় অসাধু ব্যবসায়ীরা গুদামে শীতকালীন শাক-সবজি মজুদ করে রেখে সবজির দাম বাড়িয়ে দেন। এছাড়াও দীর্ঘদিন সবজিকে তাজা দেখানোর জন্যে অতিরিক্ত পরিমাণে ফরমালিন ব্যবহার করেন তারা। ফলে প্রতিবছরই হাজার হাজার মানুষ জটিল সব রোগে আক্রান্ত হচ্ছে। এসব সমস্যার কথা চিন্তা করেই কৃষি মন্ত্রণালয়ের সাথে জোট বেঁধে এবার আমরা নেমেছি আগাম অবৈধ সিম জব্দ করার মিশনে।’

এ ব্যাপারে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে এক কৃষিবিজ্ঞানী জানান যে, এটি তাদের পূর্বপরিকল্পিত গোপন একটি প্রোজেক্ট। এই প্রোজেক্টের কথা জানাজানি হলে অসুবিধার সৃষ্টি হতে পারে ভেবে তারা গোপন রেখেছিলেন। তিনি হাসিমুখে জানান, ‘ফরমালিনের দিন শেষ, গড়ব সবুজ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আমরা গোপনে এই প্রোজেক্টটি হাতে নিয়েছিলাম। বছরের পর বছর ফরমালিন যুক্ত সবজি খেয়ে মানুষ যে ভোগান্তির স্বীকার হয়েছে তার দিন এবার শেষ দ্য ফিনিশ!

সিম বিষয়ে অভিজ্ঞতা জানার জন্যে রাজধানীর মোহাম্মাদপুর টাউনহল কাঁচাবাজারের এক ব্যবসায়ীকে জিগ্যেস করা হলে তিনি বিস্মিত হয়ে বলেন, ‘জব্দ করা হইছে!’ পরমুহূর্তেই তিনি নিজেকে সামলে নিয়ে বলেন, ‘দেখেন এই সিম তো খুবই ভালো! আগের শিমগুলা খালি সবুজ কালারের হইতো, এইগুলা দেখবেন হলুদ-নীল-কমলা বিভিন্ন রঙের হবে। এতে করে যেমন খাবার দেখতে সুন্দর হবে। আর বাচ্চাকাচ্চারা যে সবজি খেতে চায় না; দেখবেন, এরকম রঙ-বেরঙের সবজি দেখে বাচ্চারাও খাইতে চাবে! এইটাই ভালো!’

Papon-Sim

তবে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের সিম বিষয়ে অভিজ্ঞ এক ক্রিকেটারের মতামত চাওয়া হলে তিনি জানান, ‘এ ব্যাপারে আমার কোন ধারণা নেই! আমার সবগুলা সিমই বায়োমেট্রিক করা!’ পরবর্তীতে বিসিবি প্রেসিডেন্ট আমাদের এ বিষয়ে নিশ্চিত করে বলেন 'ওকে আমিই বলেছিলাম সবগুলো সিম বায়োমেট্রিক করিয়ে ফেলতে!' 

গত মাসে র‍্যাবের সহায়তায় চালানো এ অভিযানে, রাউটার-মডেম-সিমবক্সসহ বিভিন্ন ভিওআইপি যন্ত্রপাতিও জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা এবং উত্তরা পশ্চিম থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১-এ মামলা করা হয়েছে।

৫৫৮ পঠিত ... ২০:০৩, অক্টোবর ১০, ২০১৮

Top