বিভিন্ন সাড়া জাগানো প্রযুক্তি আবিষ্কার এবং নির্মাণ করে বরাবরই দেশের মুখ উজ্জ্বল করে এসেছেন দেশের স্বনামধন্য প্রকৌশল বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট। তবে এবার দেশবাসীকে তাক লাগিয়ে আধ্যাত্মিক এক প্রযুক্তির আবিষ্কর্তা হিসেবে একজন বুয়েটিয়ানের সাথে যৌথ ভাবে কৃতিত্ব পাচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ‘অবৈজ্ঞানিক’ অনুষদ আইন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। বুয়েটের একজন মেকানিকাল ইঞ্জিনিয়ারের সাথে জোট বেঁধে তারা আবিষ্কার করেছেন যুগান্তকারী ২১ স্লট বিশিষ্ট একটি সিম স্টোরেজ।
সম্প্রতি অনানুষ্ঠানিক পরিসরে দুই আবিষ্কর্তা ফেইসবুক লাইভে এসে এই যুগান্তকারী যন্ত্রটি সবার সামনে উন্মোচন করেন। ফেইসবুক লাইভের ভিউয়াররা সেখানে করতালির পরিবর্তে অসংখ্য লাভ রিঅ্যাক্ট ছুঁড়ে মারেন। তবে এর মধ্যে গুটিকয়েকজনকে বিধ্বংসী হাহা রিঅ্যাক্ট দিতে দেখা যায়।
আবিষ্কারের খবর পেয়ে ফেইসবুক লাইভে যোগ দেন আমাদের eআরকির প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক। প্রতিবেদকের প্রশ্নের জবাবে ঢাবির ‘অবৈজ্ঞানিক’ আইনবিদ কাম আবিষ্কর্তা জানান, ‘২১ একটি আধ্যাত্মিক সংখ্যা, আর আমরা চেয়েছি আধ্যাত্মবোধের সাথে বিজ্ঞানের সংমিশ্রন ঘটাতে, তাই এই সিম স্টোরেজে রয়েছে ২১টি স্লট।’
সিম স্টোরেজের কার্যকারিতা কি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আধুনিক সময়ের মোবাইলগুলোতে দুই দুইটি সিম ইনসার্ট করার ব্যবস্থা। অনেকেরই অব্যবহৃত সিমগুলো তাই কখনোও বালিশের কিংবা ড্রয়ারের তলায় এবং মানিব্যাগের চিপায় লুকিয়ে থাকে। অনেক সময়েই সেসব সিম হারিয়ে যায়, আর সিমের গ্রাহক হারান মাল্টিডেটিং এর দুর্বার সম্ভাবনা। তাদের এই হতাশা থেকে দূর করার জন্যই আমাদের এই যুগান্তকারী আবিষ্কার!’
তিনি আরোও বলেন, ‘সিম স্লটগুলো বানানো হয়েছে থার্মাল টেকনোলজি দিয়ে। যার কারণে দীর্ঘদিন পরেও সিমগুলো থাকবে অক্ষত।’ তার কাছ থেকেই জানা যায়, দরকারে বরফ রাখার মতো বিকল্প কাজেও এই স্টোরেজ বস্কের ব্যবহার করা যাবে। ফেইসবুক লাইভের পুরোটা সময় বুয়েটের মেধাবী আবিষ্কারক লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন।
দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ মহল থেকে অতিসত্বর এই আবিষ্কারের পেটেন্ট করার কথা বলা হয়েছে। ইলিশ ও জামদানির বাংলাদেশের এই গর্বও যেন আবার ভারতের অধিকারে না চলে যায়, সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ তাদের। অন্য কোন দেশের আগে এই যুগান্তকারী আবিষ্কার পেটেন্ট করার জন্য যে সকল আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হবে তা ঠিকঠাক ভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়ে ঢাবির আইনবিদ আবিষ্কারক ফেইসবুক লাইভে সিম স্টোরেজ উন্মোচনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।