জয় শ্রী ট্রাম্প স্লোগানে মুখরিত টাইমস স্কয়ার, আনন্দ মিছিল করছেন রিপাবলিকানরা

১৩০ পঠিত ... ১৭:৩৭, নভেম্বর ০৬, ২০২৪

19

যুক্তরাষ্ট্রের ৪৭তম এবং নিজে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ট্রাম্প ম্যাজিকের সামনে টিকতে পারেননি সুন্দরী কমলা। ট্রাম্পের জয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন রিপাবলিকান সমর্থকরা, পার্টি অফিসে আনন্দ ফুর্তি করার পাশাপাশি পুরো আমেরিকা জুড়ে রাস্তাঘাটে আনন্দ মিছিলও করছেন তারা। এমনকি তাদের একাংশকে টাইমস স্কয়ারে জয় শ্রী ট্রাম্প স্লোগান দিতেও দেখা যায় বলে জেনেছি আমরা।

আপাতত আওয়ামীলীগ এবং ব্রাজিল সমর্থকদের মতো গর্তে অবস্থান নিলেও, ভয়ংকর রূপে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেমোক্রেট সমর্থকরা। সে জন্য ছাত্রলীগের কাছে অনলাইন কোর্সেও ভর্তি হয়েছেন অনেক ডেমোক্রেট কর্মী। ডেমোক্রেট পার্টির নিউইয়র্ক শাখার এক কর্মী ‘এই প্রহসনের নির্বাচন মানি না, ঐ তোরা সবাই স্ট্যাচু অফ লিবার্টির সামনে আয়’ লিখে একটি টুইটও করেন। তবে পরবর্তীতে ‘জার জার ওবস্তান থেকে পালাও’ লেখা আরেকটি টুইটও করা হয় সে আইডি থেকে।

জয় শ্রী ট্রাম্প স্লোগানটি বেশিরভাগ ট্রাম্প সমর্থকদের পছন্দ হলেও এতে বেশ ক্ষিপ্ত ডেমোক্রেট শিবিরের লোকজন। এই ধরনের স্লোগান বিদেশি সংস্কৃতির অংশ, এগুলো পাশ্চাত্যের সংস্কৃতিকে নষ্ট করবে বলে দাবি করেছেন তারা। এমনকি এই স্লোগান দেওয়ার পেছনেও বিদেশিদের বিশেষ করে পলাতক আওয়ামীলীগ কর্মীদের দায়ী করছেন তারা।

এই অভিযোগ অবশ্য পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রিপালিকান সমর্থক সমাজ। এক রিপাবলিকান সমর্থক আমাদের প্রতিবেদক বলেন, আমাদের পিও ভাই, পিও অভিভাবক, গ্রেট আমেরিকার ভ্যানগার্ড। হোয়াইট সুপ্রিমেসির লড়াকু সৈনিক ডোলান ট্রাম ভাইয়ের বিজয় খুশি হয় আমরাই এই স্লোগান দিয়েছি। এখানে বিদেশিদের কোনো হাত-পা এমনকি অন্য কোনো অঙ্গও নেই। এই ধরনের ফালতু মন্তব্য যারাই করে থাকুক না কেন, ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে।

 

১৩০ পঠিত ... ১৭:৩৭, নভেম্বর ০৬, ২০২৪

Top