সরব বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর ইউসুফ সরকারের সামনে এবার এক নীরব বিপ্লব। সবাই নিজ নিজ জায়গা থেকে ফেসবুক, চায়ের দোকান, কিংবা মাঠে-ঘাটে নিজেদের মনের দাবি জানাচ্ছে, না পূরণ হলে দিচ্ছে ইউসুফ সরকারকে চরম মূল্য দেওয়ার হুমকি।
২০২৪ সালের প্রায় শেষে, যখন দেশের আনাচে-কানাচে শীত নামার প্রস্তুতি নিচ্ছে, তখন একদল যুবকের ভেতরে হাহাকার। বছর ঘুরে গেলেও তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন হয় না। বন্ধুরা প্রেমে পড়ে, বিয়েতে জোট বাঁধে, এমনকি সন্তানের হাসির শব্দে ঘর ভরায়, অথচ এদের প্রেমটাই হয় না।
এবার শীতের রোমাঞ্চে প্রিয় মানুষকে অন্য কারও বাহুতে দেখতে হবে না এমন প্রতিজ্ঞায় সোচ্চার হয়েছে তরুণেরা। শীতের মৌসুমে একটা মুচমুচে প্রেমের জন্য মরিয়া হয়ে ইউসুফ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা। তাদের দাবি, সরকার যদি সবার আশা পূরণ করতে পারে, তবে আমাদের মনের খালি জায়গাটা পূরণেও নজর দিতে হবে। এই বছর শেষ হওয়ার আগেই যদি তাদের প্রেম না হয়, তবে তারা ইউসুফ সরকারের কাছে চরম মূল্য চাইবে।
সিঙ্গেলদের আন্দোলনের খবর পেয়ে আমাদের আজীবন সিঙ্গেল প্রতিনিধি যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান, তখন সেখানকার চত্বর ছিল বিক্ষোভরত যুবকদের ‘প্রেম দাও, নইলে মূল্য দাও’ স্লোগানে মুখরিত চারপাশ।
ইউসুফ সরকারের প্রেম বিষয়ক উপদেষ্টা জানান, যারা সিঙ্গেল হয়ে ঘুরছে ফিরছে, তারা চাইলেই র্যাপিড ডেটিং প্রোগ্রামের মাধ্যমে মনের মানুষ খুঁজে নিতে পারে। এত আন্দোলন সত্ত্বেও যদি কেউ প্রেম না পায়, তবে বিশেষ প্রক্রিয়ায় প্রেম আমদানির ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য বিভিন্ন দেশের প্রেম রপ্তানি বিষয়ক মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ চলছে।