শুধু হাসিনাকে লুটিয়েন্সের বাংলো দেওয়ায় ক্ষোভ জানালো অন্যান্য স্বৈরশাসকরা

১৮৩ পঠিত ... ১৭:০৭, অক্টোবর ২৬, ২০২৪

33

খবরে এসেছে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বিলাসবহুল লুটিয়েন্সের বাংলো দেওয়া হয়েছে থাকার জন্য। নির্মাণশৈলীর জন্য বেশ সুখ্যাতি রয়েছে এই ধরনের বাংলোর। এতে আওয়ামীলীগ নেতা কর্মীরা আনন্দ প্রকাশ করলেও ক্ষোভ জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তের স্বৈরশাসকরা। বিষয়টিতে রাশিয়ার পুতিন, তুরস্কের এরদোগান থেকে শুরু করে উত্তর কোরিয়ার কিম জং উন সবাই বেশ নাখোশ বলে জানা যায়। ভারতকে এর চরম মূল্য দিতে হবে বলেও জানিয়েছেন কেউ কেউ।

পুতিনের ঘরের নাতিন এক ভিডিও কলে আমাদের বলেন, আপনাদের নানিকে বাংলো দিয়েছেন ভালো কথা তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশের মতো ছোটো সাইজের দেশের স্বৈরশাসক হয়েও যদি নানি এমন সুবিধা পেতে পারে, তাহলে আমার নানা তো বিশ্বের সবচেয়ে বড় দেশের স্বৈরশাসক। উনার তো তাজমহল প্রাপ্য। যাইহোক অন্তত উনাকেও একটা লুটিয়েন্স বাংলো অফার করলে ভারতের খুব একটা ক্ষতি হতো না, আমরা আশাহত।

অন্যদিকে নিজেদের নেতা হাসিনার মতো বাংলো না পাওয়ায় নর্থ কোরিয়ার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে ‘নিখিল কোরিয়া কিম সমর্থক গোষ্ঠী।‘ এ সময় তাদের ‘কিম ভাই বাংলো না পেলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিতেও দেখা যায়। ক্ষিপ্ত এক কিম সমর্থক আমাদের বলেন, হাসিনা তো পরমাণু শক্তি সমৃদ্ধ স্বৈরশাসকও না, তাকে একা কেন এমন বাংলো দেওয়া হলো। আমাদের পিও অভিভাবক, পিও ভাই, পরমাণু বোমার ভ্যানগার্ড, ট্রাম্প মামার আতংক কিম ভাইকে বাংলো না দেওয়া হলে আপনাদের ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে।

বিষয়টি নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ভাইও। তিনি বলেন, আপনাদের দেশের মানুষ দেশকে ইউরোপ ইউরোপ বললেও, সত্যিকারের ইউরোপীয়ান স্বৈরশাসক হচ্ছি আমি। আমাকে বাদ দিয়ে আপাকে কেন এমন বাংলো দিল ভারত আমার মাথাতেই আসে না। দুনিয়া থেকে নীতি-নৈতিকতা সব উঠে যাচ্ছে, আমি খুবই হতাশ মোদি ভাইয়ের এমন কাজে।’

১৮৩ পঠিত ... ১৭:০৭, অক্টোবর ২৬, ২০২৪

Top