গতকাল বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের যাত্রা শুরুর পর থেকে, ফেসবুকে প্রতিটি স্ক্রলেই রয়্যাল এনফিল্ডের ছবি আর আক্ষেপের গল্পের ছড়াছড়ি। কেউ কেউ গর্বের সাথে শো-রুম থেকে কিনে ফিরছেন, আর কেউ দুঃখ করে পোস্ট দিচ্ছেন, Royal সিগারেট খেতে খেতে Royal Enfield কেনার স্বপ্ন দেখছি।
রয়্যাল এনফিল্ড নিয়ে এত মাতামাতির মধ্যে আমাদের কাছে গোপন সূত্রে আসা তথ্য বলছে, রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল যতটা না দেশে বিক্রি হচ্ছে, তার চেয়ে বেশি দেশের বাইরে থেকে প্রি-অর্ডার আসছে।
এই ব্যাপারটা পরিষ্কার করতে eআরকির বিশেষ গোয়েন্দা দল গিয়েছিল রয়্যাল এনফিল্ডের শোরুম, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোতে। তদন্ত শেষে তারা একটি চমকপ্রদ তথ্য নিয়ে এসেছে; এত অর্ডার সত্ত্বেও ঢাকার রাস্তায় রয়্যাল এনফিল্ড খুব একটা দেখা যাচ্ছে না।
আমরা ঢাকার কয়েকটি প্রধান জায়গায় সারাদিন দাঁড়িয়ে জ্যামে রয়্যাল এনফিল্ড খোঁজার চেষ্টা করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় গাড়ির জটের ভেতর এক-দুটি এনফিল্ড ছাড়া আর কিছু চোখে পড়েনি। তবে, বাংলাদেশ ব্যাংক জানায়, ভারত, থাইল্যান্ড, দুবাইসহ বেশ কয়েকটি জায়গা থেকে রয়্যাল এনফিল্ড আমদানি করার জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার আবেদন জমা পড়েছে।
একজন দুবাইতে থাকা প্রি-অর্ডারকারীর কাছে দেশের রয়্যাল এনফিল্ড কেনার প্রসঙ্গে তার দলীয় পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি জানান, না না আপা, আমি কোনো দল করি না আপা, আমি তো শখের বসে বাইক কিনছি আপা, বিশ্বাস করেন আপা।
তাহলে কি দেশের বাইরেই যাচ্ছে রয়্যাল এনফিল্ড? বেশ কিছু অনুসন্ধানে দেখা গেছে, যারা এই বাইক আমদানি করছেন, তারা আসলে দু'মাস আগেও দেশে ছিলেন!
এরমধ্যেই আরও এক মজার তথ্য উঠে এসেছে। কানাডার বিখ্যাত বেগমপাড়ার কিছু মানুষও রয়্যাল এনফিল্ডের প্রি-অর্ডার করেছেন বলে জানা গেছে। তবে, বাইকগুলো ঢাকা ফিরছে কিনা, তা এখনও নিশ্চিত না।
আওয়ামীলীগের এক চাঁদাবাজ নেতা ফেক ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আপা যেকোনো সময় চট করে দেশে ঢুকে পড়তে পারেন। আমরাও নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে রয়্যাল এনফিল্ডের প্রি-অর্ডার করে রাখলাম, যেন আমরাও আপার সাথে সাথে বীরের বেশ চট করে ঢুকে পড়তে পারি।