ছাত্রলীগকে ঝটিকা মিছিলের নিনজা টেকনিক শেখাতে চায় বিএনপি, কোর্স নেবেন রুহুল কবির রিজভী

১১২ পঠিত ... ১৬:৩৯, অক্টোবর ১৯, ২০২৪

36 (9)

সম্প্রতি মধ্যরাতে ঝটিকা মিছিল করার চেষ্টা করে আলোচনায় এসেছেন চট্রগ্রাম ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ। ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’স্লোগান দিলেও মিনিটখানেকের মধ্যেই তারা সবাই জার জার ওবস্তান থেকে রাজপথ থেকে পালিয়ে যান। বিষয়টি নিয়ে অন্যরা হাসি ঠাট্টা করলেও বেশ আহত হয়েছেন বিএনপির নেতা কর্মীরা। তাই নিজেদের গত বছরের ঝটিকা মিছিলের অভিজ্ঞতাকে আওয়ামীলীগের মাঝে ছড়িয়ে দিতে চান তারা, যাতে আসন্ন দিনগুলোতে এগুলোকে কাজে লাগিয়ে মাঠে থাকতে পারেন আওয়ামী কিংবা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিরোধী পক্ষ হওয়া সত্ত্বেও তাদের প্রতি এতটা মানবিকতা থাকার কারণ জিজ্ঞেস করতে চাইলে বিএনপির এক পাতি নেতা বলেন ‘আওয়ামী লীগ বলে তারা কী মানুষ না? ঝটিকা মিছিল করার অধিকার প্রতিটি বিরোধীদলীয় নেতাকর্মীদের রয়েছে। এই বিষয়ে আমাদের রয়েছে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা বাজারে এনেছি নতুন একটি ক্র্যাশ কোর্স। এই কোর্সটি করলে আপনারা জানতে পারবেন কীভাবে দিনের বেলাতেও ঝটিকা মিছিল করা যায়, পাশাপাশি কোন দিনের ঠিক কোন টাইমে মিছিল করলে আপনি নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন। মোটকথা আপনাকে একদম ঝটিকা এক্সপার্ট বানিয়ে আমরা ছাড়বোই ছাড়বো।’

বিশেষ এক অবিশ্বস্ত সূত্রের বরাতে আমরা জানতে পেরেছি এই বিষয়টি নিয়ে পিএইচডি ডিগ্রিধারী বিএনপির রুহুল কবির রিজভী কোর্সটি নেবেন। নিজের জ্ঞানের আলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে তাকে শিক্ষাখাতে নোবেল ছুড়ে মারার দাবিও জানিয়েছেন সমাজের অবিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কুবুদ্ধিজীবীরা।

১১২ পঠিত ... ১৬:৩৯, অক্টোবর ১৯, ২০২৪

Top