হাসপাতাল থেকে হাজি সেলিমের জবানসহ ফিরে আসা নিয়ে ভক্তদের আশঙ্কা

১৯৬ পঠিত ... ১৮:০২, সেপ্টেম্বর ০৪, ২০২৪

22

স্বৈরাচার পতনের পর পুলিশের হাতে অন্য আরও অনেক আওয়ামী নেতাদের মতো গ্রেফতার হয়েছেন হাজি সেলিম। তবে অন্যরা আদালত কিংবা রিমান্ডে নিজেদের স্বপক্ষে কথা বলতে পারলেও এসব জায়গায় নিজের বক্তব্য রাখতে পারছেন না সেলিম সাহেব। এমনকি আদালতে কাঁদতেও দেখা গিয়েছে তাকে। আদালতে হাজিরার পর অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন তিনি। এতদিন পুরোপুরি কথা না বললেও নুকা নুকা বলার মাধ্যমে নিজের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেন এই রাজনীতিবিদ। তবে তার ভক্তদের আশঙ্কা এবার তিনি হাসপাতাল থেকে বাকি জবানসহ ফিরে আসতে পারবেন কিনা সেটি নিয়ে। কারণ এর আগেও একবার হাসপাতালে ভর্তি হয়ে কথা বলার সক্ষমতা হারিয়েছেন হাজি সেলিম।

বিষয়টি নিয়ে হাজি সেলিমের সাথে কথা বলতে চাইলে তিনি আমাদের প্রতিবেদককে ‘চ’ বর্গীয় ভাষায় বেশ কয়েকটি গালি দেওয়ার পর, Ops কথা বলে ফেললাম বলে জিহবায় কামড় দিয়ে বসেন। পরে বেশ কয়েকবার নুকা নুকা বলে কলটি কেটে দেন। হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী পরবর্তীতে কল দিয়ে আমাদের জানান, তিনি ভালো আছেন এবং তার নুকা নুকা বলার ধারা আগের মতোই অব্যাহত আছে। তিনি আমাদের আরও জানান, ডাক্তারদের সামনে সেলিম সাহেব যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কথা না বলার যাতে আরও বেশ কিছুদিন ডিবি অফিসের বদলে হাসপাতালের ডিম খেতে পারেন।  

১৯৬ পঠিত ... ১৮:০২, সেপ্টেম্বর ০৪, ২০২৪

Top