ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আদলে শহরকে গড়তে চান ভেনিস দক্ষিণের মেয়র

১২২ পঠিত ... ১৭:৫৩, জুলাই ১৩, ২০২৪

31

শুক্রবারের বৃষ্টি ঢাকাবাসীর জন্য যন্ত্রণাদায়ক হলেও আন্তর্জাতিক মহলে বেশ সুনাম কুড়িয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা। শহরে থেকেও শহরবাসীকে খাল-বিলের স্বাদ দেওয়াতে সক্ষম ঢাকার মেয়রদের, নিজেদের আইডল মানতেও শুরু করেছেন বিশ্বের নানান শহরের মেয়ররা। এমনকি ইতিমধ্যেই পানিতে থাকা ভেনিসকে ঢাকার মতো আরও বেশি পানির নিচে নিয়ে যেতে ঢাকা সফরের আগ্রহ দেখিয়েছেন ভেনিস দক্ষিণের মেয়র।  

ভেনিস দক্ষিণকে পুরোপুরি ঢাকা দক্ষিণের মতো করে ফেলার আশাবাদ ব্যক্ত করে এক ফেক ভিডিও কলে তিনি আমাদের বলেন, আমাদের শহরে সারাবছর পানি থাকলেও মানুষ ঢাকার মতো অ্যাডভেঞ্চার করতে পারে না। আমি ভেনিসের মানুষকে ঢাকার মতো অ্যাডভেঞ্চারের স্বাদ দিতে চাই। বেশকিছু মানুষ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেছেন, তাদের আমি বস্তায় ভরে ভেনিসের পানিতে ফেলে দেব। পাশাপাশি আমাদের শহরে মশারও তেমন উৎপাত নেই, ইকোসিস্টেমকে সমুন্নত রাখতে আমি ঢাকা দক্ষিণ থেকে কিছু মশা আমদানিও করতে চাই।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন তাদের শহরে আসলেই প্রয়োজন আছে কি না জানতে চাইলে, তিনি আমাদের প্রতিবেদককে বস্তায় ভরে ভেনিসের খালে ফেলে দেন।

 

১২২ পঠিত ... ১৭:৫৩, জুলাই ১৩, ২০২৪

Top