বিদেশিরা বাংলাদেশে এসে খুব সহজে যেভাবে বিলিয়নিয়ার হতে পারবেন

১৩৬ পঠিত ... ১৮:০১, জুলাই ১০, ২০২৪

21

দ্য টেলিগ্রাফে একটি নিউজ বিশ্বব্যাপি চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলেছে। বাংলাদেশ ইজ দ্য নেক্সট বিগ সুপার ইকোনমি শিরোনামে প্রকাশ পাওয়া খবরে, রিপোর্টার বাংলাদেশে চলমান কিছু বিলিয়ন ডলার বিজনেস আইডিয়া সম্পর্কে লিখেছেন।  

খবরে এসেছে, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কোনোরকম সিড ফান্ডিং ছাড়াই বিলিয়নিয়ার হচ্ছেন অনেকেই। সেখানে কোনো লং টার্ম বিজনেস প্ল্যানের দরকার নেই, দরকার নেই কোনো হাই পেইড কর্মকর্তা কর্মচারীর। সেখানে প্রত্যেকটা মানুষই এমন বিলিয়নিয়ার হওয়ার ক্ষমতা নিয়ে জন্ম নেন। কেউ কেউ বিলিয়নিয়ার হওয়াটা বেছে নেয়, কেউ কেউ নেয় না।

খবরে পুরো বিজনেস প্ল্যান সম্পর্কেও বলা হয়েছে। ঠিক কীভাবে দ্রুততম সময়ে অনেক মানুষ নিজের ও নিজের পরিবারের মানুষদের নামে ব্যাংকে কয়েক মিলিয়ন ডলার জমা করেন, যা পরে বিলিয়ন ডলারে রুপ নেয়।

প্রথমেই তারা তাদের পড়াশোনা শেষ করে কিছু চাকরির পরীক্ষা দিতে শুরু করেন। এখানে অনেক চাকরি আছে যেগুলাকে অন্য চাকরিগুলো থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বেতন ভাতা খুব বেশি না হলেও এখানে এক জাদুকরী বিষয় আছে। চাকরি শুরুর পর থেকেই মানুষজন এসে পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে চলে যায় নাকি। অনেকটা ভক্তি শ্রদ্ধা থেকেই নিজের টাকা অফিসারের পকেটে রেখে যায়। বাংলাদেশের মানুষ এমন চাকরিতেই বেশি স্বচ্ছন্দ। আর এই চাকরির প্রশ্নগুলোও কিনতে পাওয়া যায় খুব সহজে। এক দুই লাখ টাকা হলেই সব মুশকিল আসান।

খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের ভিসার জন্য আবেদনের সংখ্যা বেড়েছে। সেই সাথে বেড়েছে বিভিন্ন দেশের উচ্চ রিভিনিউ জেনারেট করা কোম্পানির ক্লোজারের নিউজ। কেউই আর এত মাথা খাটিয়ে, এত মানুষ ম্যানেজ করে ব্যবসা করতে চান না। তারা চান চেয়ারে বসে আরাম করতে, গাড়ি চালাতে কিংবা দিনে কয়েকটা সাইন দিতে।

 

 

১৩৬ পঠিত ... ১৮:০১, জুলাই ১০, ২০২৪

Top