প্রথমে চুপচাপ শুনুন, বুঝুন, দেখুন এরপর এমন প্রশ্ন করুন যার কোন উত্তর থাকবে না

৮৯৭৬ পঠিত ... ২২:৩৮, ডিসেম্বর ০৯, ২০১৬


বারে বসে একা একা বিয়ার পান করছিলেন এক ভদ্রলোক। কিছুটা উদাস। হঠাৎ টেবিলের উল্টাদিকের চেয়ার টেনে এক মহিলা বললেন, আমি কি বসতে পারি? লোকটি বললেন, অবশ্যই। এরপর এই কথা সেই কথার পর মহিলা আর সেই লোকটির মাঝে একটা মজার আলোচনা হলো--- 


মহিলা: তুমি কি রেগুলার বিয়ার পান কর?
পুরুষ: হ্যাঁ।

মহিলা: দিনে কত গুলো?
পুরুষ: প্রতিদিন তিনটির মতন।

মহিলা: প্রতিটি বিয়ারের জন্যে তুমি কত ডলার খরচ কর?
পুরুষ: ৫ ডলার টিপসসহ।

(এখান থেকেই আসল গল্প শুরু)

মহিলা: তুমি কত বছর ধরে বিয়ার পান কর?
পুরুষ: প্রায় ২০ বছর ধরে।

মহিলা: তুমি যদি প্রতি বিয়ারের জন্য ৫ ডলার করে খরচ করো, তাহলে দিনে ৩টি বিয়ার করে হলে তুমি প্রতিমাসে খরচ কর ৪৫০ ডলার। তারমানে এক বছরে তোমার বিয়ারের পিছনে খরচ আনুমানিক ৫৪০০ ডলার। ঠিক আছে কি?
পুরুষ: হ্যাঁ। ঠিক আছে।

মহিলা: যদি তুমি ১ বছরে ৫৪০০ ডলার খরচ করো তাহলে ২০ বছরে তোমার অ্যাকাউন্টে জমা হবার কথা ১০,৮০০০ টাকা। ঠিক?
পুরুষ: হ্যাঁ।

মহিলা: তুমি কি জানো, এত বিয়ার না পান করে তুমি যদি ২০ বছর ধরে বিয়ারের এই টাকাগুলো ব্যাংকে জমা করতে তাহলে ২০ বছর শেষে তাহলে কী হতো? তুমি সেই টাকা দিয়ে একটি নতুন ফেরারি গাড়ি কিনতে পারতে।
পুরুষ: আচ্ছা আচ্ছা, তুমি বিয়ার পান কর?

মহিলা: না।
পুরুষ: তাহলে তোমার ফেরারিটা কোথায়?

(অনুদিত)

৮৯৭৬ পঠিত ... ২২:৩৮, ডিসেম্বর ০৯, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top