নারীদের নারীজীবন নিয়ে ৫টি কৌতুক

৯৩৮১ পঠিত ... ১৯:৪৮, মার্চ ০৮, ২০২০

 

১#

একজন পুরুষ ও নারী ট্রেনে যাচ্ছিলো।

নারী: আপনি যখনই হাসেন, আমার মনে হয় আপনাকে বাসায় আমন্ত্রণ জানাই।

পুরুষ: সত্যি? আপনি কি সিঙ্গেল?

নারী: না। তবে আমি একজন ডেন্টিস্ট।

 

২#

: এ দেশের শিক্ষাব্যবস্থা নারী জাতিকে একদম রাস্তায় বসিয়ে দিয়েছে।

: মানে?

: মানে দেখছিস না প্রতিটি স্কুলের সামনে মায়েরা কেমন রাস্তায় বসে থাকে।

 

৩#

: বুঝলি দোস্ত, নারী জাতি জেগেছে।

: কী করে বুঝলি?

: আমার তিন মাসের মেয়েটা রাত দুইটায় যে জেগে ওঠে, আর ঘুমায় না...

 

৪#

দুজন বয়স্ক নারী কথা বলছেন--

: কি আপা, ছেলের বউ কেমন বুঝছেন?

: বুঝলেন আপা, আমি মানুষ পুরনো আমলের হলেও ছেলের বউয়ের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ আধুনিক।  

: কীরকম?

: যেমন ধরুন, নারী স্বাধীনতায় আমি পূর্ণ বিশ্বাসী। আমার ঘরের কথাই ধরুন না… আমার বউমার কাপড় ধোয়া থেকে শুরু করে রান্নাবান্না, ঘর গোছানো, মশলা বাটা কোনো কাজেই আমি নাক গলাই না… তার স্বাধীনতায় হস্তক্ষেপ হবে দেখে বুয়াটাকেও বাদ দিয়েছি।

 

৫#

এক বদ জজ নারীদের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করতেন। তিনি এক নারী ব্যারিস্টারকে বললেন, ‘মেয়েদের কাজ হচ্ছে ঘরে বসে সন্তান প্রসব করা, ব্যারিস্টার হওয়ার প্রয়োজন কী?’

নারী ব্যারিস্টার: আপনার মতো সন্তান প্রসব করার চেয়ে অন্য যে কোন কাজ যেকোনো মেয়ের জন্য গৌরবের, সেটা বোঝাতেই ব্যারিস্টার হয়েছি।

৯৩৮১ পঠিত ... ১৯:৪৮, মার্চ ০৮, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top