স্বামীকে নিয়ে নাইটক্লাবে গিয়ে যেভাবে চমকে গেলেন স্ত্রী

৯০৯৭ পঠিত ... ১৮:১০, আগস্ট ০৬, ২০১৯

এক লোক সারাদিন কাজ করেন অফিসে, কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায়শই রাত হয় । 

স্ত্রী অনুভব করলেন ব্যাপারটা, আহা কি পরিশ্রমটা না তার স্বামী করছেন।   

স্বামীর জন্মদিনে স্ত্রী ঠিক করলেন, স্বামীকে নিয়ে একটা নাইটক্লাবে যাবেন একটু আনন্দ দিতে।

ক্লাবে ঢুকতেই, দারোয়ান, লোকটাকে দেখে বললেন, স্যার, কেমন আছেন?

স্ত্রী একটু বিচলিত হয়ে বলল, 'কী ব্যাপার, তুমি এখানে রোজ আসো না কি?   

স্বামী বলল, আরে না না! কি যে বলো না তুমি.? দারোয়ান দিনের বেলা আমাদের অফিসে পিয়নের কাজ করে।

ক্লাবের ভিতরে গিয়ে চেয়ারে বসতেই ওয়েট্রেস এসে একগাল হাসি দিয়ে জিজ্ঞেস করল, 'আপনার ফেভারেট ড্রিন্কটা দেব স্যার?

স্ত্রী একটু অস্থির হয়ে স্বামীকে বলল, তুমি নিশ্চয়ই এখানে প্রায়ই আসো! নাহলে ও তোমার প্রিয় ড্রিন্কস কি সেটা জানলো কি করে?

স্বামী বলল,  এই ওয়েট্রেস মহিলাও দিনের বেলা আমাদের অফিসের ক্যান্টিনে কাজ করে।

 

এই সময় বার নর্তকী এসে লোকটার শরীরে হাত পেঁচিয়ে বলল, ডার্লিং আজ তোমার পছন্দের নাচটা দিয়ে শুরু করি, কি বল?

স্ত্রীর আর সহ্য হল না। ঝড়ের বেগে ক্লাবের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসল।

সাথে সাথে লোকটাও ছুটে এসে স্ত্রীর পাশে এসে বসে পড়লেন, এবার রাগে স্ত্রী চিৎকার শুরু করলেন।

ট্যাক্সি চালক পিছন ফিরে বলল, স্যার মনে হচ্ছে আজ এক বদমেজাজী মহিলাকে নিয়ে এসেছেন! অন্যদিন তো এমন হয় না স্যার!

৯০৯৭ পঠিত ... ১৮:১০, আগস্ট ০৬, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top