যেভাবে আপনিও হতে পারেন এভারেস্ট বিজয়ী

৪৩৪ পঠিত ... ১৮:২৮, মে ১৯, ২০২৪

14 (16)

৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে আজ এভারেস্ট জয় করলেন বাংলাদেশি পর্বতারোহি বাবর আলী। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে মাত্র ৬ জন! এভারেস্ট জয় করা কি অনেক কঠিন? একদম কঠিন না। চাইলে আপনিও জয় করতে পারবেন এভারেস্ট। একদম সহজ। এমনই সহজ ৫টি তরিকা নিয়ে এসে eআরকি।

 

১# বাসা নিন ১০ তলায়। খেয়াল রাখবেন যেন লিফট না থাকে। এরপর বাসার নাম রেখে দিন এভারেস্ট। ব্যস, এরপর দিনের একাধিকবার এভারেস্ট জয় করুন।

 

২# এভারেস্টের ওপরে উঠতে চাইলে সেটাও সহজ। আপনার প্রেমিক/প্রেমিকা/স্বামী/স্ত্রী কপালে একটা এভারেস্ট লেখা একটা স্টিকার লাগিয়ে নিন। এরপর ওপরে ওঠে যান।

 

৩# এভারেস্টের ছবি প্রিন্ট করে একটা ট্রপি বানাতে পারেন। কাটাবন কিংবা গুলিস্তান গেলে এমন ট্রপি আপনি সহজেই পেয়ে যাবেন। এরপর ট্রপিটি কিনে বাসায় নিয়ে আসুন। এভারেস্ট একদম আপনার ঘরে।

 

৪# একটা বিয়ে করুন। এরপর একটা বাচ্চা নিন। এরপর বাচ্চার রেখে দিন মাউন্ট এভারেস্ট। আপনার আর এভারেস্ট জয় করতে হবে না, আপনি এখন এভারেস্টের বাপ। বাপদের কিছু জয় করতে হয় না।

 

৫# সরকারি দলের হয়ে নির্বাচনে নামুক। নির্বাচনী প্রতীক বেছে নিন এভারেস্ট। জয় নিশ্চিত। এভারেস্ট মার্কায় ভোটও চাইতে হবে না।    

৪৩৪ পঠিত ... ১৮:২৮, মে ১৯, ২০২৪

Top