যেসব উপায় অবলম্বন করে বিএনপি খাদ থেকে উঠে আসতে পারে

৬৪৯ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ০২, ২০২৪

415230608_721385276614883_5004702263842206344_n

গতকাল ১ জানুয়ারি, সোমবার বিকেলে কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি কোথায়? মাঠে আছে? পালিয়ে গেছে। লালকার্ড খেয়ে বাদ। ফাউল করে লালকার্ড খেয়েছে। ২৮ তারিখেই বাদ হয়ে গেছে। ২৮ তারিখে গভীর খাদে পড়ে গেছে বিএনপি। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। সেদিন এদের চিরতরে লালকার্ড দিয়ে বিদায় জানাতে হবে।'

তার এই বক্তব্য জানার পরই কাজে লেগে গিয়েছে eআরকির গবেষক দল। বেকার বসে থাকা আমাদের এক প্রতিবেদক, যার কোনো কাজ নেই—সে চিন্তা করে বের করেছে কীভাবে বিএনপিকে খাদ থেকে উঠিয়ে আনা যায়।

১#

বিএনপি খাদে বসে একটা নৌকা বানাতে পারে তারপর সেই নৌকায় চড়ে অনায়াসে খাদ থেকে উঠে আসতে পারবে। শাহজাহান ওমর নামের এক রাজনীতিবিদ এর আগে এমন অভিজ্ঞতা কাজে লাগিয়ে খাদ থেকে উঠেছেন।

২#

এই খাদ থেকে উঠতে বিএনপির প্রয়োজন হবে তেল ও মই। মই না পেলে কলা গাছ দিয়েও কাজটা তারা সারতে পারবেন। ছোটবেলায় বানরের তেল মাখানো কলা গাছে ওঠার অংক ঠিকঠাক মতো করতে পারলেই এই খাদ থেকে উঠে আসতে পারবে বিএনপি। 

৩#

বিএনপির খাদ থেকে ওঠার আসলে কোনো দরকার নেই। খাদে বসে আরামসে আন্দোলন-সংগ্রাম করতে পারবে। কেউ গ্রেফতার করবে না। হেলমেট পরে মারতেও আসবে না।  

৪#

ওই খাদটা কেটে আরও বড় করে নিচের দিকে এসে তারপর নিচ থেকে উপরের দিকে আরেকটা খাদ কেটে তারপর সেই খাদকে গুহা মনে করে গুহা থেকে বের হয়ে বিএনপি খাদ থেকে উঠে আসতে পারে।

৫#

চোখ বন্ধ করে, সমস্বরে, ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা।‘ বলে চিৎকার দিলেই বিএনপি খাদ থেকে কেন আজীবনের জন্য পৃথিবীর সব কুয়া এমনকি গিরিখাদ থেকেও উঠে আসতে পারবে।  

৬৪৯ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ০২, ২০২৪

Top