পালিয়ে বিয়ে করার ১০ সুবিধা

৯০২ পঠিত ... ১৭:৫১, নভেম্বর ২৩, ২০২৩

2 (3)

পালিয়ে বিয়ে করলে শুধু বাসা থেকে বকা খাওয়ার অসুবিধাই না, আছে কিছু অভাবনীয় সুবিধাও। যা আপনি কল্পনায়ও ভাবতে পারবেন না। তবে, আমরা থাকতে না ভেবে যাবেন কোথায়? এক পলকে পড়ে নিন পালিয়ে বিয়ে করার সুবিধাগুলো।

 

১#

সবথেকে প্রধান এবং প্রথম সুবিধা হচ্ছে আপনি আপনার পছন্দের এবং মনের মানুষটাকেই বিয়ে করতে পারবেন। আপনার হুট করে অপরিচিত কাউকে বিয়ে করে বসতে হবে না।

 

২#

যাদের পছন্দ করেন না তাদের বিয়েতে দাওয়াত দেবেন কি দেবেন না, এই চিন্তার কোনো অপশনই নাই। পালিয়ে বিয়ে করলে কাউকেই দাওয়াত দিতে হয় না।

 

৩#

আপনি যদি গরীব হয়ে থাকেন তাইলেও আপনি বিয়ে করতে পারবেন। কারণ পালিয়ে বিয়ে করলে একদম টাকা-পয়সা লাগে না বললেই চলে।

 

৪#

পালিয়ে বিয়ে করার পর প্রথম কিছুদিন বন্ধুদের বাসাতেই হানিমুনটা সেরে ফেলা যায়। হানিমুনের জন্য আলাদা কোনো খরচ নাই।

 

৫#

সবথেকে লাভবান যে সুবিধা সেটা হচ্ছে, পালিয়ে বিয়ে করলে মাথায় যৌতুক এবং লাখ টাকার কাবিন কোনোটারই চিন্তা থাকে না।

 

৬#

পালিয়ে বিয়ে করলে বিয়ে বাড়িতে এসে ফুফাদের রাগ করার কোনো অপশন থাকে না। আর এজন্য অর্ধেক বিয়ের পর বাকি বিয়ে রাগ ভাঙার আগে পর্যন্ত আটকেও থাকে না।

 

৭#

পালিয়ে বিয়ে করলে সারাদিন মেক-আপ আর ছবি তোলার জন্য না খেয়ে থাকতে হয় না। সকালে আরামসে খেয়ে, দুপুরে বিয়ে করে, বিকালে বাসরও শেষ করে ফেলা যায়।

 

৮#

বিয়ে খেতে এসে কেউ আপনার তরকারির লবণ কম, বউ খাটো, জামাই কালো এসব মন্তব্যের সুযোগই পাবে না।

 

৯#

বিয়ে করার জন্য সরকারি চাকরি কিংবা লাখ টাকা বেতনের প্রাইভেট চাকরি আছে কিনা কেউ জানতেও আসবে না।

 

১০#

যখন ইচ্ছা তখনই বিয়ে করে ফেলা যায়, ফ্যামিলি কবে বিয়ে দিতে রাজি হবে সেই অপেক্ষা করতে হয় না।

৯০২ পঠিত ... ১৭:৫১, নভেম্বর ২৩, ২০২৩

Top