বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন আটকে রাখা ৫ মাস যাবত। মেয়েরা বেতন চাইলেও তাদের দেয়া হচ্ছে না বেতন। বরং হয়ে যাবে আশ্বাসে কেটে গেছে ৫ মাস। আজ বিসিবি এক মিথ্যা ভূয়া সাক্ষাৎকারে আমাদের জানালেন, ‘এমন আশ্বাস দেয়ার পেছনে অনেক কারণ আছে।‘ তাদের বলা কারণগুলোই নিচে দিয়ে দেয়া হলো।
১#
আমরা আসলে প্রাথমিক চিন্তা করি না আমরা ওদের জন্য লং টার্ম চিন্তা করেছি। মাসে মাসে টাকা দিলে তো শেষ হয়ে যাবে তাই, জমিয়ে রেখে একসাথে বছরের টাকা দেব সেই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে।
২#
আমরা আমাদের মেয়েদেরকে স্বল্পব্যয়ী হতে শেখাচ্ছি। একমাসের টাকা দিয়ে কীভাবে ৫ মাস চলতে হয় তা শুধু আমাদের মেয়েরাই জানে।
৩#
প্রতিমাসে এতগুলা টাকা ঘরে নেয়া তো রিস্কের ব্যাপার। তাই আমরা ওদের টাকা আমাদের কাছেই জমাচ্ছি। ওদের কোনো বিপদ আপদ আসলে একসাথে অনেকগুলো টাকা পাবে তখন।
৪#
আমাদের মেয়েরা আমাদের কাছে বাচ্চার মতো। আমরা সবাই জানি, বাচ্চাদের হাতে টাকা দিতে হয় না।
৫#
আমরা চাই নাই আমাদের মেয়েরা লোভী হয়ে উঠুক। মাসে মাসে এতগুলা টাকা পেলে ওরা সবাই টাকার লোভে পড়ে যাবে কেউ আর ভালো করে খেলবে না।