প্রেমের জন্য রাজকন্যার খেতাব হারানো জাপানি রাজকন্যা মাকোর গল্প নিয়ে 'জাপানিজ বাংলা সিনেমা' বানানো হলে তা যেমন হবে

১১৩৬ পঠিত ... ১৪:০২, মে ২৮, ২০১৭

প্রেমের জন্য জাপানি রাজকন্যা 'মাকো'কে হারাতে হচ্ছে রাজকন্যার খেতাব। এর আগেও এমনভাবে জাপানি রাজকন্যা সায়াকো রাজকীয় বিলাসবহুল জীবন ছেড়ে চলে এসেছিলেন সাধারণের কাতারে। খুব পরিচিত স্ক্রিপ্ট মনে হচ্ছে না? বাংলা সিনেমায় তো এসব কবে থেকেই দেখে আসছি আমরা! বাংলা সিনেমা যখন এলোই, যেহেতু বায়োপিকের যুগ, মাকোর বায়োপিক নিয়ে একটি বাংলা সিনেমা হতেই পারে। তাহলে সেই সিনেমায় কী কী ঘটতো, eআরকি স্পেশাল জাপানিজ টু বাংলাদেশি কনভার্টারে তা নির্ণয় করা হয়েছে।

1 (2)

১. প্রেমের খবর রটে যাওয়ার পর, প্রথমেই কেড়ে নেওয়া হতো মাকোর স্মার্টফোন।

২.'আজ থেকে তোমার ভার্সিটি যাওয়া বন্ধ!' বলে ঘরে বন্দী করে রাখা হতো মাকোকে। কাঁদতে কাঁদতে বালিশ ভেজাতো মাকো! একটু পর পর কাঁদতে কাঁদতে বলতো, 'আমি সুজুকিকে (কাল্পনিক নাম!) ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না...'

৩.  এই ফাঁকে একবার নায়ক সুজুকি দেখা করতে আসতো নায়িকার সঙ্গে। জানালা দিয়ে ঢুকে সে বলতো, 'পৃথিবীর কোনো শক্তি, পরমাণু হোক আর নিউক্লিয়ার, আমাদের আলাদা করতে পারবে না মাকো, কেউ না!'

৪. জরুরী ভিত্তিতে রাজার বাল্যবন্ধু পাশের দেশের রাজার ছেলে হোন্ডার সঙ্গে বিয়ে ঠিক হতো রাজকন্যার।

2 (1)

৫. মাকোর প্রেমিককে অফার দেওয়া হতো ব্ল্যাংক চেক। মহামান্য সম্রাট স্বর্ণমুদ্রার অংক বসিয়ে নিতে বলতেন প্রেমিক সুজুকিকে। সুজুকি প্রতিবাদ করে বলতো, 'একটা কথা মনে রাখবেন ফুজিয়ামা সাহেব, টাকা দিয়ে সব কিছু কেনা যায়, ভালোবাসা কেনা যায় না, এটা চাইনিজ মাল পান নাই!' অতঃপর নায়ককে বন্দীশালায় নিয়ে করা হতো অত্যাচার!

৬. সম্রাট হুংকার ছেড়ে বলতেন, 'সম্রাট পরিবারের মান সম্মান, শান শওকত সব ধুলোয় মিশে গেলো। বিশ্ববাজারে আমি মুখ দেখাবো কি করে? এই খবর অনলাইন পত্রিকায় ছাপা হলে আমেরিকা আবার কবে বোমা ফেলে কে জানে...'

৭. মাকোর মা কাঁদতে কাঁদতে বলবেন, “এ তুই কী করলি মা, এ তুই কী করলি? এজন্যই কি তোকে পেটে ধরেছিলাম?”

৮. মাকোর প্রেমিক মাতাল হয়ে গান ধরবে, 'এই বুকে এতো জ্বালা পুড়ে গেছে মন...' অথবা, 'ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়...'

৯. সিনেমা শেষের কিছু আগে মাকোর বাবার বন্ধুর (যে সম্রাটে সম্পত্তি আত্মসাতের ধান্দায় আছে!) ছেলে হোন্ডা সাঙ্গপাঙ্গ নিয়ে হোন্ডায় করে এসে তুলে নিয়ে যেত মাকোকে!

১০. এত ঝামেলার পরেও শেষমেশ অবশ্য রাজকন্যা খেতাব ছাড়তে হত না মাকোকে... বাংলা ছবিতে ওসব হয় না।  নায়কের সঙ্গে ব্যাপক জাপানিজ কুংফু কারাতে এসব ফাইটের পর মাকোকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া ভিলেন 'হোন্ডা'র আস্তানায় জাপানিজ পুলিশ এসে বলতো, 'হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নেবেন না...'! তারপর জাপানিজ গান... এবং সমাপ্ত...

১১৩৬ পঠিত ... ১৪:০২, মে ২৮, ২০১৭

Top