বাংলা সিনেমার যে ১০টি অবাস্তব ঘটনা বাস্তবে কখনোই ঘটবে না

২২৬৭ পঠিত ... ১৫:৪৫, নভেম্বর ০২, ২০২০

বাংলা সিনেমায় সবকিছুই সম্ভব। এ এমন এক জগত, সেখানে বাস্তব-অবাস্তবের কোনো বালাই নেই! নিচের এই ১০টি ঘটনা আপনারা বাংলা সিনেমায় অবশ্যই ঘটতে দেখেছেন, বাস্তবে যা কখনোই দেখবেন না!

১# নায়কের যেখানেই গুলি বা আঘাত লাগুক, ব্যান্ডেজ মাথাতেই থাকবে।

২# স্মৃতিশক্তি ফিরিয়ে আনার সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি 'মাথায় লাঠির বাড়ি দেয়া'।

৩# শরীরে একাধিক গুলি খাওয়ার পরও ২০ মিনিট ধরে আত্মীয়স্বজনের সাথে কথা বলা যায়। তারাও হাসপাতালে না নিয়ে কথা শুনতে থাকে।

৪# কোন ধরনের নথিপত্র ছাড়াই শেষ সময়ে আদালতে মারধর খাওয়া বিধ্বস্ত সাক্ষী এসে মামলার পুরো মোড় ঘুরিয়ে দেয়।

৫# চোখের অপারেশনের সময় নায়িকাকে মাশকারা, আইলাইনার, কাজল, লিপস্টিক, মেকআপ দিয়ে দিয়ে দেয়া হয়। চোখের ব্যান্ডেজ খুললেই যেন নায়িকা রোমান্টিক গানের জন্য রেডি থাকে...

৬# নায়ক-নায়িকারা রিকশায় ওঠার সময় গন্তব্য আর ভাড়া নিয়ে বারগেইন করে না, ডাইরেক্ট উঠে বলে 'যাও'। রিকশাওয়ালা মামারা তাদের থেকে ভাড়াও নেয় না। তারা রিকশা থেকে নেমে সোঁজা হেঁটে চলে যায়।

৭# প্রেগনেন্সি টেস্ট ছাড়াই, নায়িকার প্রেশার মেপে বলে দেয়া যায়, আপনি মা হতে চলেছেন।

৮# নায়ককে যেখানেই মারুক, আঘাত নায়িকার গায়েও লাগে।

৯# যত বিষাক্ত সাপই কামড় দিক না কেন, নায়িকা নায়কের পা চুষে দিলেই নায়ক ভালো হয়ে যায়।

১০# অনেক অসৎ রাজনীতিবিদের মাঝে, দুয়েকজন সৎ রাজনীতিবিদও থাকে।

২২৬৭ পঠিত ... ১৫:৪৫, নভেম্বর ০২, ২০২০

Top