মেয়েদের হোস্টেলে আপনি যে আট ধরনের রুমমেটের দেখা পাবেন

২০৭৭ পঠিত ... ১৬:৪৫, মে ২৫, ২০২২

Girls-hostel

হোস্টেলে কিংবা মেসে আসার পর হরেক কিসিমের মানুষের সাথে পরিচিয় মেলে। অনেক কাছে থেকে পর্যবেক্ষণ করে যে আট ধরনের রুমমেটদের নিয়ে লিখেছেন eআরকির ব্যাচেলর টিমের সদস্য জেবা তাহসিন। দেখুন তো, এদের কারও সাথে আপনি নিজের মিল খুঁজে পান কিনা।

 

অতি পড়ুয়া রুমমেট

ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখবেন এই পাবলিক ক্লাসনোট নিয়ে ওয়াশরুমে বসে আছে। উঠতে, বসতে, শয়নে, স্বপনে এদের জীবনে পড়াশুনা ছাড়া আর কিছু নাই।

 

শপিংবাজ রুমমেট

এই ধরনের পাবলিক দিনে দুইবেলা খাওয়ার মত দুইবেলা শপিংয়ে যায়, সাথে রুমমেটকেও ছাড়ে না৷ এদের কেনাকাটার দক্ষতা থাকে মারাত্মক। ৪০০০ টাকার জিনিস ৪০০ টাকায় কিনে নিয়ে আসে। সবসময় যে কিনতে হবে এমন না, কিনতে মন চাইলেও এরা মার্কেটে যায়।

 

'কী রে কী খাবি' রুমমেট

এদের কাজ হচ্ছে প্রতি তিনবেলা খাওয়ার আগে আগে জিজ্ঞেস করা 'কী রে কী খাবি?' কিছু রান্না করবে নাকি অনলাইনে অর্ডার করবে তা নিয়েও থাকে তাদের প্রচুর কনফিউশন।

 

'আমি তো ঢাকায় নতুন আসছি' জনগণ

দুইবছর ঢাকায় বাস করার পরেও এরা কিছু চিনবে না। কিছু জিজ্ঞেস করলেই বলবে, 'আমি তো ঢাকায় নতুন আসছি।' যদি বলে, ‘তোর ভার্সিটিতে যাবো চল’, তাও বলবে, 'ঢাকায় নতুন আসছি চিনি না।'

 

'খালাম্মা' টাইপ রুমমেট

এরা হচ্ছে সবার মুরুব্বি। কেউ লেইটে ঘুমালে, পড়াশোনা কম করলে, বেশি আড্ডা দিলে ঠিক মা-খালার মত শাসন করবে। এদের জ্বালায় রাতে তাড়াতাড়ি বাতি নিভিয়ে শুয়ে পড়তে হয়।

 

হোমসিক জনগণ

এরা বাড়ি থেকে আসতে না আসতেই বাড়ির জন্য কান্নাকাটি শুরু করে। 'এই নরম মন নিয়ে কেন এতদূর কেন পড়তে আসছিস, বাড়িতে পড়লেই পারিস৷' এই ধরনের কথা এদের বলা চলে না, কাইন্দা দেয়!

 

অল প্রব্লেম সলভার

'আকাশে চাঁদ উঠে নাই?' 'মরুভূমিতে দুই বালতি পানি লাগবে?' এই ধরনের সব সমস্যার সমাধান করে দিতে পারবে আপনার অল প্রব্লেম সলভার রুমমেটটি।

 

হতাশ জনগণ

এরা জীবন নিয়ে এতোই হতাশ থাকে যে, সিজিপিএ চার হলেও হতাশ হয়ে ফেবুতে পোস্ট করে, 'ফেইলিউর না হলে জীবনে সাকসেস্ফুল হওয়া যায় না!'

২০৭৭ পঠিত ... ১৬:৪৫, মে ২৫, ২০২২

Top