শাড়ি পরতে গেলে আপনার সাথে যে ৮টি ঘটনা ঘটবেই

৮৫০ পঠিত ... ১৭:১৪, মে ১৮, ২০২২

sharee-porte-gele

বাঙালি বেশিরভাগ নারীর পছন্দের পোশাক হলো শাড়ি। কিন্তু এই শাড়ি পরতে গেলেও কম বিড়ম্বনায় পড়তে হয় না। শাড়ি পরতে পরতে এমন ৮টি বিড়ম্বনার কথা ভেবেছে eআরকির শাড়ি বিষয়ক গবেষক দলের সদস্য জেবা তাহসিন।

 

শাড়ি পছন্দ করতে পারবেন না

শাড়ি পরবেন ঠিক আছে, কিন্তু কোন কালারের এবং কোন ধরনের শাড়ি পরবেন তা ঠিক করতেই মাসখানেক লাগতে পারে! বোন বলবে, ‘লাল কাতান পর,’ বান্ধবী বলবে, ‘সাদা জামদানী পর,’ মা বলবে, ‘বাটিক পর।‘ এরপর আপনি কনফিউজড হয়ে নীল জর্জেট পরবেন!

 

ম্যাচিং ব্লাউজ পাবেন না

কোনোমতে শাড়ি চুজ করতে পারলেও, শাড়ির সাথে পরার মত ম্যাচিং ব্লাউজ পাবেন না।

 

পছন্দসই গহনা পাবেন না

শুধু শাড়ি পরলেই তো আর হয় না, তার সাথে মিলিয়ে গহনাও পরতে হয়। এইবেলা, আরেক সমস্যা এসে হাজির। নিজের গহনা কখনোই পছন্দ হবে না৷ বান্ধবীর থেকে নিলে দেখা যাবে তার সাথে শাড়ির রঙ মেলে না!

 

শাড়ি ইস্ত্রি করা থাকবে না

অনেক কনফিউশান কাটিয়ে একটা শাড়ি চুজ করে রেখে দিলেন। এরপর অনুষ্ঠানের দিন পরার সময় শাড়ি বের করে দেখবেন, শাড়িটা ইস্ত্রী করা নেই৷ 

 

সেফটি পিন খুঁজে পাবেন না

 শাড়ি পরতে সবচেয়ে বেশি যেটা লাগে তা হচ্ছে সেফটিপিন। শাড়ি ঠিক রাখতে সেফটি পিনের গুরুত্ব অপরিসীম৷ আর ঠিক এই শাড়ি পরতে গিয়েই দেখবেন সব সেফটিপিন হাওয়া হয়ে গেছে৷

 

কুঁচি ধরার লোক পাবেন না

শাড়ির পরার সময় কুঁচি ধরার একটা লোকও পাবেন না৷ মা, বোন সব ঘুমিয়ে থাকবে নয়তো অন্য কাজে ব্যস্ত। হাজবেন্ডকে বলেও শান্তি নাই, সে তো কিছুই পারে না!

 

খোঁপায় পরার ফুল থাকবে না

শাড়ি পরা উপলক্ষে হয়তো আপনি ফুল আনিয়ে রেখেছিলেন, ফ্রিজ থেকে বের করে দেখবেন তা শুকিয়ে ফুলের শুঁটকি হয়ে আছে৷

 

পছন্দসই জুতা পাবেন না

সকল ঝামেলা কাটিয়ে শাড়ি পরলেন ঠিকই, কিন্তু বের হওয়ার সময় দেখবেন, সারাজীবন ফ্ল্যাট স্যান্ডেল পরে বেড়ানো আপনার তো হাই-হিলই নাই!

৮৫০ পঠিত ... ১৭:১৪, মে ১৮, ২০২২

Top