ফেসবুকে যেভাবে নিজেকে বৃষ্টিপ্রেমী প্রমাণ করবেন

৫২১ পঠিত ... ১৭:১৮, মে ১১, ২০২২

Bristipremi

বর্ষাকালে একটু বৃষ্টিপ্রেম না দেখালে সভ্য সমাজে টিকে থাকা দুষ্কর। তার ওপর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে তো দেখাতেই হবে। কিন্তু অনেকে জানেনই না, কীভাবে বৃষ্টিপ্রেম দেখাতে হয়। তাদের জন্য থাকছে ৮টি রুমঝুম টিপস

 

১# ফেসবুক বায়োতে অবশ্যই ‘Pulviophile’ লিখে রাখবেন। বৃষ্টিপ্রেমীদের বলা হয় ‘Pulviophile’।  এই শব্দ লেখা থাকলে মানুষ আপনাকে কুল ড্যুড ভাবতে বাধ্য।

 

২# স্যাঁতস্যাতে বৃষ্টি ভালো না লাগলেও, ব্যালকনি বা বারান্দায় গিয়ে শর্ট ভিডিও করে ফেলুন। এরপর ব্যাকগ্রাউন্ডে ‘স্রোতস্বিনী’ গানের লোফি ভার্সন লাগিয়ে ফেসবুকে আপলোড করে দেন।

 

৩# সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিপ টিপ বৃষ্টি পড়ছে। সাথে সাথে মা অথবা বউকে খিচুড়ি রাঁধার জন্য ব্যতিব্যস্ত করে তুলুন। এমনকি লাঞ্চ কিংবা ডিনারেও খিচুড়ি আইটেম রাখবেন। বর্ষাকাল মানে খিচুড়ি মাস্ট৷ এরপর প্লেটভর্তি ধোঁয়া ওঠা খিচুড়ির ছবি তুলে ফেসবুকে স্টোরি দিয়ে দিন। ক্যাপশনে লিখুন ‘বৃষ্টিবিলাস’ কিংবা ‘বর্ষাযাপন।‘

 

৪# গ্রামে গিয়ে কাদাতে আছাড় খাওয়ার স্মৃতি সম্পূর্ণ ভুলে যান। এর বদলে, বর্ষাকালে টিনের চালে বৃষ্টির পড়ার মধুর শব্দ শুনতে পারছেন না, এই বিষয়ক ফেসবুক পোস্ট লিখে ফেলুন।

 

৫# প্রচুর গরমে সবাই যখন কোক খাচ্ছে, আপনি বেশ ভাব নিয়ে চা-ওয়ালা মামাকে চা অর্ডার করুন। বৃষ্টির দিনে আট-দশ কাপ চা খেয়ে ফেলুন। আর অবশ্যই চায়ের কাপের ছবি তুলে স্টোরি দিতে ভুলবেন না৷ বৃষ্টিতে ভিজতে ভিজতে চা খাওয়ার ছবি দিতে পারলে প্রেমিক হিসেবে আপনি বৃষ্টির কাছে এক ধাপ এগিয়ে থাকবেন।  

 

৬# ‘আজি ঝরঝর মুখর বাদর দিনে’, ‘আকাশ এত মেঘলা’ এই জাতীয় সকল বৃষ্টি বিষয়ক গান ঠোঁটের আগায় রাখুন৷ আর সারাদিন বৃষ্টির গানগুলো গুনগুন করতে থাকুন৷ প্রয়োজনে ফেসবুক লাইভে এসে গান।

 

৭# ছোট ছোট রোমান্টিক পোস্ট লিখুন, রোমান্টিক কবিতাও হতে পারে। লেখাগুলোর মূল বিষয়বস্তু হবে 'বৃষ্টি কত অসাধারণ' লেখাতে কদমফুলের কথা তো অবশ্যই উল্লেখ থাকতে হবে৷

৫২১ পঠিত ... ১৭:১৮, মে ১১, ২০২২

Top