পার্লারে গেলে আপনার সাথে যে ১০টি ব্যাপার ঘটবেই

৬৮৯ পঠিত ... ১৫:৫৬, নভেম্বর ১৬, ২০২১

Parlour (1)

প্রতিমাসে পার্লারে গেলে কিছু ব্যাপার সবার সাথেই ঘটে। দেখুন তো এই ব্যাপারগুলো আপনার সাথে ঘটেছে কিনা?

 

১# পার্লারে গেলে প্রথমেই মনে হবে আপনি কেন পার্লারে আসলেন, লম্বা চুলই ভালো! আবার মনে হবে, একটু স্টাইল করি, কী আছে জীবনে!  

২# চুল কাটার পর দুনিয়ার মায়া ভর করে মনে, চুলগুলোকে মনে হবে জনম জনমের আত্মীয়! মনে হবে কেন কাটলাম, লম্বা চুল ভালো ছিল । আবার চিন্তা করবেন কয়েক মাসেই তো বড় হয়ে যাবে, থাক।

৩# আইব্রো প্লাকের পর নিজেরে দেখতে বিশ্রী লাগবেই! মনে হবে একপাশে কোনা আরেক পাশে কোনা হয় নাই। একপাশে শেইপ ভালো হয়েছে আরেক পাশে হয়নি! মোট কথা কখনোই মন মতো না।

৪# হঠাৎ আবিষ্কার করবেন আপনি অনেক সুন্দরী কিন্তু আপনার ব্ল্যাক হেডস রিমুভ করতে হবে। একটু ফেয়ার পলিশ, ফ্রুট ফেসিয়াল, পেডিকিওর, মেনিকিওর আর ওয়াক্সিং করলেই একবারে ক্যাটরিনা কাইফ লাগবে।

৫# সারাদিন খোঁজ নিয়ে দেখবেন পার্লার খালি। যেই আপনি যাবেন দেখবেন ৩/৪ জন ব্রাইডাল মেকআপ নিতে আসছেন। (বৌয়ের সাথে ছোটবোন, ভাগ্নী, ভাবীও আছে)

৬# পার্লার খুব পশ টাইপ হলে নিজের কাছেই অস্বস্তি লাগবে। কোথায় আবার গোপনে সব রেকর্ড হচ্ছে ,কালকেই না ভাইরাল হয়ে যান ।

৭# অনেক সুন্দর করে রেডি হয়ে গেলে কিছু হবে না কিন্তু একটু আলগোছে ধরনের বাসার কাপড় পরে গেলে কোন না কোন সেলিব্রেটিদের সাথে দেখা হবেই হবে।  

৮# ফেসবুকে ডে দেওয়ার সাথে সাথে প্রশ্নের ঝড় উঠবে। প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দেবে আন্টি সমাজ। কোন পার্লারে? কী কী করলা? কত টাকা নিলো? লোকেশন কোথায়? এরপর নিজেরা নিজেরা বলাবলি করবে, সারাদিন পার্লারেই পড়ে থাকে, ঐজন্যই তো একটু ফর্সা লাগে এখন ওরে।

৯# যেদিন একটু তাড়াহুড়োয় থাকবেন সেদিনই স্টার প্লাসে বৌ শাশুড়ির যুদ্ধে আপনি পরাজিত হবেন। মানে উনারা হা করে দেখবে আর লেইট করাবে।

১০# আপনি যতই ইন্সট্রাকশন দেন , আপনার কথা তারা অর্ধেক শুনবে আর বাকিটা আপনার চুলের বারোটা বাজাবেই। এরপর বলবে আপনি যেভাবে বলেছেন সেভাবেই করা হয়েছে ম্যাম।

১১# লাস্ট বাট নট দা লিস্ট, ম্যাক্সিমাম পার্লারের মেয়েরা অদ্ভুত আঞ্চলিক ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলবে। তখন মনে হবে এরা নিশ্চয়ই আমারে নিয়ে কথা বলতেছে।

৬৮৯ পঠিত ... ১৫:৫৬, নভেম্বর ১৬, ২০২১

Top