নাপিতকে চিকিৎসকের বিয়ে কেন মানতে পারছেন না এসপি? জেনে নিন সম্ভাব্য ১০টি কারণ

১৫৮২ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ২৮, ২০২০

ভালোবাসার মেলবন্ধনকে সামাজিক স্বীকৃতি প্রদানের নামই বিয়ে। নারী পুরুষের মধ্যে (অন্তত আমাদের দেশে!) বিয়ে হবে, এটাই স্বাভাবিক। কার পেশা কী সেটা দ্বিতীয় ব্যাপার। কিন্তু এর ব্যত্যয় ঘটিয়ে মিলু মিয়া বিশ্বাস নামের এক এসপি মানতে পারছেন না নাপিত চিকিৎসকের বিয়ে। নাপিতকে বিয়ে করতে চিকিৎসকের আত্মসম্মানে যদি না লাগে, তবে একজন সাধারণ এসপির এই বিয়েতে কী আসে যায়?

ধারণা করা যেতে পারে, এই চিকিৎসকের সাথে তার এমন কোনো যোগসূত্র আছে, যার কারণে মিলু মিয়া এই বিয়ে মানতে পারছেন না। চলুন দেখে আসি সম্ভাব্য কিছু কারণ...


১# ছোটবেলায় মিলু মিয়া চুল কাটতে চাইতেন না। অথচ বারবার জনৈক নাপিত তার চুল ছেঁটে দিত। সেই থেকেই নাপিতদের ওপর তার এক অব্যক্ত ক্ষোভ, যা হয়তো এখনো তিনি ভুলতে পারেননি।

২# হতে পারে এই চিকিৎসক তার ক্রাশ ছিলেন। অনেকবার প্রপোজ করে প্রত্যাখাত হওয়ার শোক তিনি ভুলতে পারেননি। তাই এখনো লেগে আছেন আপন শক্তিতে।

৩# মিলু সাহেবের জীবনের লক্ষ্য ছিলো ডাক্তার হওয়া। ছোটবেলায় 'Aim in life' রচনা লেখার সময় তিনি কখনোই পুলিশ হবার কথা চিন্তাও করেননি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস! তিন-চার বার ভর্তি পরীক্ষা দেওয়ার পরও চান্স না পেয়ে পুলিশের ডান্ডা হাতে ঘুরে বেড়াচ্ছেন এখন মিলু মিয়া। তিনি অবচেতন মনেই হয়তো নিজেকে ডাক্তার ভাবেন। এজন্যই ওই গাইনী চিকিৎসকের বিয়েতে তার লজ্জা করছে...

৪# মিলু মিয়ার মা চেয়েছিলেন তার ব্যাটার বউ একজন ডাক্তার হবে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে বিয়ে করতে চায় এমন কোনো ডাক্তার মেয়ে খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই মিলু মিয়ার রাগ সমগ্র নারী ডাক্তারদের উপর।

৫# হতে পারে স্কুল কলেজে পড়া অবস্থায় মিলু মিয়ার বর্তমান স্ত্রী এবং ওই চিকিৎসক একসাথে পড়েছেন। ভালো ছাত্রী এবং সুন্দরী হওয়ায় ঐ ডাক্তারের ওপর তার স্ত্রী আগে থেকেই হিংসাপরায়ণ। আগে থেকেই শোধ নেওয়ার চেষ্টা করতে থাকলেও স্বামীকে উসকে দিয়ে মোক্ষম সুযোগ পেয়েছেন।

৬# শুধুমাত্র বা* ফেলে একজন লোক এক ডাক্তারকে বিয়ে করবেন, হয়তো এই ব্যাপারটা মানতে পারছেন না মিলু মিয়া।

৭# ঘটনার আগেই মিলু মিয়া একবার তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এই চিকিৎসকের কাছে। ভিজিট কমানোর অনুরোধ করলেও এই চিকিৎসক তাতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়েছেন মিলু মিয়া ও তার স্ত্রী এবং বর্তমানে চিকিৎসকের পেছনে উঠেপড়ে লেগেছেন।

৮# হতে পারে মিলু মিয়ার বাবার সাথে চিকিৎসকের বাবার জমি জিরাত নিয়ে দ্বন্দ ছিলো। বাবার বদলা নেবার জন্য এখন চিকিৎসকের পেছনে আদা জল খেয়ে লেগেছেন।

৯# ইদানীং নাপিতরা সেলুনে অনেক বেশি টাকা রাখেন হেয়ারকাটের জন্য, এজন্য মিলু মিয়া ক্ষুব্ধ হতে পারেন নাপিতসমাজের প্রতি।

১০# পুলিশ তো প্রায়ই নাপিতের কাজ করে। বড় চুলের ছেলেদের ধরে চুল কেটে দেয়। হয়তো তিনি নিজেকে নাপিত ভেবে তাই হালকা ইনসিকিউরিটিতে ভোগেন। তাই ডাক্তার একজন নাপিতকে বিয়ে করায় তিনি খুব প্যারা খাচ্ছেন...

১৫৮২ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ২৮, ২০২০

Top