নানা দেশের নানা ভাষা। তেমনি কাজের ক্ষেত্রে একেক ঘরানার কাজে তার নিজস্ব কিছু ভাষা ব্যবহূত হয়। যার নির্দিষ্ট কিছু অর্থও থাকে। করপোরেট সংস্কৃতির তেমনি রয়েছে নিতান্তই নিজস্ব ভাষাশৈলী। অতি মার্জিত ভাষার মারপ্যাঁচ চলে এই ভুবনে, যার কিছু মজার দিকও রয়েছে। আসুন দেখি, করপোরেট কর্তারা অতি সুন্দর ভাষায় যা বলেন, তার অন্তর্নিহিত অর্থগুলো কী—