দশ হাজার টাকার বাংলাদেশি ল্যাপটপ 'তালপাতা'য় থাকছে যে ৮টি এক্সক্লুসিভ ফিচার

২২২৭ পঠিত ... ২০:১৫, মার্চ ১৩, ২০১৯

গত বছরেরই শেষ দিকে দেশে তৈরি ল্যাপটপ ‘তালপাতা’র বাণিজ্যিক উৎপাদন শুরু করার কথা থাকলেও তা করতে পারেনি উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেম লিমিটেড। তবে জানা গেছে, এর মধ্যে প্রতিষ্ঠানটি এক হাজার ল্যাপটপের ফরমায়েশ পাওয়ায় আগামী এপ্রিলের মধ্যেই তালপাতা ব্র্যান্ডের ল্যাপটপ সরবরাহ শুরু করবে। সূত্র: যুগান্তর।

শোনা গেছে, 'তালপাতা' ব্র্যান্ডের ল্যাপটপের দাম নাকি হবে ১০ হাজার টাকা! ১০ টাকায় টিএসসিতে চা, সমুচা, সিঙ্গারা, চপ পাওয়া যায় বটে, কিন্তু ১০ হাজার টাকার 'তালপাতা' ল্যাপটপে থাকবে কেমন ফিচার? মোঘল আমলের ভাঙা ল্যাপটপ নিয়ে ভাবতে বসেছিল eআরকির টেক-গবেষক দল।



১# এই ল্যাপটপে কুলিং সিস্টেম হিসেবে থাকবে দেশীয় কুলিং সিস্টেম তালপাতার পাখা। ল্যাপটপের ভেতরের পার্টস ঠান্ডা রাখার পাশাপাশি আপনাকেও দিবে তালপাতার শীতল ছোঁয়া।

২# ল্যাপটপে বিল্ট ইন অ্যান্টিভাইরাসের নাম হবে ‘তালপাতার সেপাই’। তবে নামের অর্থের সাথে এর কার্যকারিতায় মিল থাকলে তা ব্যবহারকারীদের জন্য চিন্তার বিষয় হতে পারে।

৩# এই ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি চেক করার জন্য ১৯৯৯ সালে বলিউডে নির্মিত ‘তাল’ সিনেমাটি ১০৮০পি কোয়ালিটিতে থাকবে।

৪# অডিও সিস্টেমের কোয়ালিটি চেক করতে থাকছে রিকশাওয়ালা থেকে গায়কে রূপান্তরিত শিল্পী আকবরের ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি।

৫# দেশের সকল প্রান্তে অবস্থিত সকল তালগাছ এই ‘তালপাতা’ নামের ল্যাপটপের জন্য ওয়াইফাই রাউটার হিসাবে কাজ করবে।

৬# ল্যাপটপ দিয়ে অবৈধভাবে গান, সিনেমা, বই ডাউনলোড করার পর ধরা খেলে ‘বিচার মানি কিন্তু তালগাছটা আমার’ প্রোমো কোড ব্যবহার করে ছাড়া পেতে পারবেন।

৭# এই ল্যাপটপে রয়েছে ‘বাবুই পাখি হোম পেজ’ অপশন। বাবুই পাখি যেমন তালগাছে নিজের বাসা নিজেই বানায়, তেমনি এই ফিচার ইউজ করে আপনি নিজে নিজেই আপনার ফেসবুক হোমপেজটি কাস্টমাইজ করতে পারবেন।

৮# এটিতে রয়েছে স্বয়ংক্রিয় প্রাইভেসি সিস্টেম 'তাল সামলাও' যার মাধ্যমে আপনি ফেসবুকে আবেগপ্রবণ বা উত্তেজিত হয়ে কোনো পোস্ট দিতে গেলে অটোমেটিক তাল সামলাতে পারবেন, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই পোস্টটি ফিল্টার হয়ে যাবে।

২২২৭ পঠিত ... ২০:১৫, মার্চ ১৩, ২০১৯

Top