বেগুন ও বোমা চিনতে পারার ৫টি দুর্ধর্ষ টেকনিক

১১৭৫ পঠিত ... ১৬:১০, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টেপ মোড়ানো বোমা সদৃশ একটা বস্তু উদ্ধার করে বোম ডিসপোজ্যাল ইউনিট। পরে সারারাত পাহারা দিয়ে সকালে টেপ খুলে দেখা যায় জিনিসটা আদতে একটা বেগুন ছিলো। এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে eআরকি খুঁজে বের করেছে ৫টি উপায়, যেগুলো প্রয়োগ করে সহজেই বুঝতে পারবেন বেগুন আর বোমার মধ্যে পার্থক্য।

কার্টুন: সালমান সাকিব শাহরিয়ার

 

৪# হালকা আগুনে পুড়ায়ে ভর্তা করুন। সহজে ভর্তা হয়ে গেলে বুঝবেন বেগুন। আর ভর্তা না হলে শিওর বোম।

 

৫# জিনিসটার আশেপাশে একটা গরু ছেড়ে দিন। গরুটা যদি জিনিসটাকে খেয়ে ফেলে তাহলে বুঝে নিবেন ওটা বেগুন। কারণ গরু বোম খায় না।

১১৭৫ পঠিত ... ১৬:১০, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

Top