যে সব পদক্ষেপ নিলে ঢাকা ফিরে পেতে পারে পৃথিবীর সবচেয়ে অবাসযোগ্য শহরের 'মর্যাদা'

১৯৭২ পঠিত ... ২০:৫৬, আগস্ট ১৫, ২০১৮

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এর এক জরিপে বসবাসের অযোগ্য শহর হিসেবে ‘চ্যাম্পিয়ন’ না হতে পারলেও দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার দামেস্ক শহর সামান্য ব্যবধানে ঢাকাকে হারিয়ে দিয়েছে বাস অযোগ্য শহর হবার দৌড়ে। একসময় পাঁচবার দূর্নীতির সূচকে চ্যাম্পিয়ন হওয়া দেশের জন্য দ্বিতীয় হওয়াটা কিঞ্চিৎ হতাশাজনকই বটে। তবে বসবাসের অযোগ্য শহর হিসেবে শীর্ষস্থান দখলের জন্য যা করলে ঢাকা দামেস্ক থেকে শুরু করে দুনিয়ার যেকোনো শহরকে টপকে যাবে- তেমনি কয়েকটি আইডিয়া বের করেছে আমাদের eআরকি অনুসন্ধানকারীরা। দেখে নেওয়া যাক কী সব পদক্ষেপ নিলে বসবাসের অযোগ্য শহরের তালিকার শীর্ষে যেতে পারে ঢাকা।

১# ঢাকার পরিবর্তে মিরপুরকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা গেলে নিঃসন্দেহে বসবাসের অযোগ্য হিসেবে মিরপুরই বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপ এনে দিতে পারবে। শুধু শহর হিসেবে নয়; দ্বীপ-পুঞ্জ, মরুভূমি কিংবা বন-বাদাড় হিসেবেও মিরপুর বিশ্বের সবচেয়ে অযোগ্য স্থান হবার খেতাব অর্জন করে নেবার সামর্থ্য রাখে।

২# ‘ট্রান্সফর্মার্স’ সিনেমার পরবর্তী সিকুয়াল ঢাকায় শ্যুট করার জন্য নির্মাতা মাইকেল বে’কে প্রস্তাব দেওয়া যেতে পারে। অটোবট আর ডিসেপ্টিকনের ধুন্ধুমার লড়াইয়ে তখন ঢাকায় আর কিছুই আস্ত থাকবে না, কেউ বাস করাতো দূরের কথা!

৩# সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের সোনালী অতীত ফিরিয়ে আনার জন্য ঢাকার বাসযোগ্য জায়গা উচ্ছেদ করে সেখানে ক্ষেত-খামারের কাজ শুরু করা যেতে পারে। ঢাকার রাস্তাঘাট খুঁড়ে নেওয়া যেতে পারে খাল ও সেচ প্রকল্প। একদিকে ঢাকাও অবসবাসযোগ্য হলো, আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়ে কিছু উদ্বৃত্তও থাকলো।

৪# সাম্প্রতিক সময়ে লাঠিসোটা এবং ধারালো অস্ত্র হাতে অজ্ঞাতনামা প্রচুর হেলমেটধারী দেখা গেছে। এই পরিচয়বিহীন হেলমেটধারীদের হাতে ঢাকাকে অবসবাসযোগ্য শহরের চ্যাম্পিয়ন বানানোর দায়িত্ব ছেড়ে দেওয়া যেতে পারে।

৫# ঢাকার অন্যান্য এলাকা চাইলে মিরপুরকে অনুসরণ করতে পারে। শান্তিনগর, ধানমন্ডি, উত্তরা, বনানীর মত এলাকাকে মিরপুরের আদলে গড়ে তুললে অচিরেই ঢাকা বসবাসের অযোগ্য হিসেবে শীর্ষস্থান অর্জন করবে।

৬# ঢাকার প্রতিটি রাস্তায় দীর্ঘমেয়াদি মেট্রোরেল কিংবা ফ্লাইওভার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। রাস্তায় জমে থাকা ধুলা-বালু আর ইট সিমেন্টের স্তূপে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়তে বেশি সময় লাগবে না।

৭# বাংলাদেশ ষড় ঋতুর দেশ। কিন্তু শুধুমাত্র বর্ষাকাল এলেই ঢাকার রূপ পালটে যায়। বৃষ্টির পানি ধরে রাখার জন্য শুরু হয় রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। ঢাকায় সারাবছরের জন্য বর্ষাকাল ঘোষণা করা হলে খোঁড়াখুঁড়ির কাজের জন্য আর বছরের বাকি দশ মাস অপেক্ষা করতে হবে না, ঢাকাও ফিরে পাবে তার হারানো শীর্ষত্ব।

৮# এত কিছুর পরও ঢাকা বাসের অযোগ্য হবার শীর্ষস্থান লাভ করতে না পারলে সে ফলাফল গোপন রাখা যেতে পারে। ঢাকাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করলে মানুষজন সেটিকে অবশ্যই গুজব বলে উড়িয়ে দিতে পারবে না।

১৯৭২ পঠিত ... ২০:৫৬, আগস্ট ১৫, ২০১৮

Top