মানুষ বৈচিত্র্য পছন্দ করে, অথচ ফুটবল বিশ্বকাপের বেলায় ঘুরেফিরে ঐ দুই দল, ব্রাজিল আর আর্জেন্টিনা। কেউ কেউ অবশ্য ইতালি, জার্মানি এ সব দলকেও সমর্থন জানিয়ে থাকেন। তবুও অন্যান্য সব দেশ পিছিয়ে থাকে বাংলাদেশিদের সমর্থন থেকে। অথচ চারপাশে জাপান, রাশিয়া, উরুগুয়ে, প্যারাগুয়েসহ কত কত দল ফুটবল বিশ্বকাপে খেলে। সমর্থন তো দরকার আছে এসব দেশেরও। কিন্তু কেন এ সব দেশকে সমর্থন করবেন?
আপনার আর কষ্ট করে ভেবে নিতে হবে না। কোনো দলকে বিশ্বকাপে সমর্থন করতে যে শুধু ফুটবলীয় কারণ দরকার তেমনটা বিশ্বাস করে না eআরকি। তাই আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার আজকের পর্বে থাকছে ইউরোপের ব্রাজিলখ্যাত পর্তুগাল। বেশ ক'বার আশা জাগিয়েও ফুটবল বিশ্বকাপ জিততে না পারা এই দেশটি প্রতিনিয়ত ভালো ফুটবল খেলে আসছে। তবে অবশেষে গত ইউরো কাপ জিতে বৈশ্বিক শিরোপা জেতার খরা কাটিয়েছে পর্তুগাল। আর পর্তুগালে রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন অবস্থায় পর্তুগাল পেতেই পারে আপনার সমর্থন। পর্তুগালকে কেন সমর্থন করবেন, তার ১৩টি কারণ আজ থাকছে eআরকির পাঠকদের জন্য।