মানুষ স্বভাবতই বৈচিত্র্য পছন্দ করে। অথচ ফুটবল বিশ্বকাপের বেলায় ঘুরেফিরে ঐ দুই দল, ব্রাজিল আর আর্জেন্টিনা। কেউ কেউ অবশ্য ইতালি, জার্মানি এ সব দলকেও সমর্থন জানিয়ে থাকেন। তবুও অন্যান্য সব দেশ পিছিয়ে থাকে বাংলাদেশিদের সমর্থন থেকে। অথচ চারপাশে জাপান, রাশিয়া, উরুগুয়ে, প্যারাগুয়েসহ কত কত দল ফুটবল বিশ্বকাপে খেলে। সমর্থন তো দরকার আছে এসব দেশেরও। কিন্তু কেন এ সব দেশকে সমর্থন করবেন?
আপনার আর কষ্ট করে ভেবে নিতে হবে না। কোনো দলকে বিশ্বকাপে সমর্থন করতে যে শুধু ফুটবলীয় কারণ দরকার তেমনটা বিশ্বাস করে না eআরকি। তাই আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার আজকের পর্বে থাকছে মধ্য ইউরোপের শান্ত সুনিবিড় ছোট্ট দেশ সার্বিয়া। কখনো এই ভূখণ্ড ছিল যুগোস্লাভিয়া, কখনো সার্বিয়া এন্ড মন্টেনেগ্রো! বারবার বিভক্ত হয়ে নাম বদলে ফেলা দেশটিকে কমবেশি আমরা সবাই চিনি নোভাক জোকোভিচের কল্যাণে। কিন্তু ফুটবল দিয়ে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি সার্বিয়া। তবুও সার্বিয়া নামটি নিয়ে স্বতন্ত্রভাবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে আসা এই দলটির কি সমর্থন দরকার পড়বে না? এবারের বিশ্বকাপে কেন সার্বিয়াকে সমর্থন করবেন তার কারণগুলোই থাকছে আজ আপনাদের জন্য।