মানুষ বৈচিত্র্য পছন্দ করে, অথচ ফুটবল বিশ্বকাপের বেলায় ঐ দুই দল, ব্রাজিল আর আর্জেন্টিনা। কেউ কেউ অবশ্য ইতালি, জার্মানি এ সব দলকেও সমর্থন জানিয়ে থাকেন। তবুও অন্যান্য সব দেশ পিছিয়ে থাকে বাংলাদেশিদের সমর্থন থেকে। অথচ চারপাশে জাপান, রাশিয়া, ইরান, তুরানসহ কত কত দল ফুটবল বিশ্বকাপে খেলে। সমর্থন তো দরকার আছে এসব দেশেরও। কিন্তু কেন এ সব দেশকে সমর্থন করবেন?
আপনার আর কষ্ট করে ভেবে নিতে হবে না। কোন দলকে বিশ্বকাপে সমর্থন করতে যে শুধু ফুটবলীয় কারণ দরকার তেমনটা বিশ্বাস করে না eআরকি। তাই আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার আজকের পর্বে থাকছে সূর্যোদয়ের দেশ জাপান। টয়োটা, হোন্ডার দেশ জাপানকে আপনি কেন এবারের বিশ্বকাপে সমর্থন করবেন তার ১৩টি কারণ আজ থাকছে শুধুমাত্রই আপনার জন্যই!