পুলিশ ভাইটি সাংবাদিকের কলার ধরে তাকে কী বলছিলেন?

৯৮০ পঠিত ... ২০:৪৪, এপ্রিল ২৪, ২০১৮

গত ২৩ এপ্রিল সোমবার দুপুরের দিকে পল্টন মোড়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় পেশাগত দায়িত্ব পালন করার সময় বেসরকারি টেলিভিশন বাংলা টিভির সাংবাদিক আরমান কায়সার ও চিত্রগ্রাহক মানিকের উপর চড়াও হয় মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন।

ছবিতে দেখা যায়, আনোয়ার হোসেন চিত্রগ্রাহক মানিকের কলার চেপে ধরেছেন এবং পরবর্তীতে দেখা যায় তাদের পুলিশের গাড়িতে তুলে নেয়া হচ্ছে। এই পুলিশ কর্মকর্তার এমন কার্যকর্মের পেছনে আসলে কী উদ্দেশ্য ছিলো- তা ভেবে দেখার চেষ্টা করা হয়েছে।

১#

২#

৩#

৪#

৫#

৬#

৭#

৮#

৯৮০ পঠিত ... ২০:৪৪, এপ্রিল ২৪, ২০১৮

Top