৫ আগস্টের আগে বিএনপির সমাবেশ হলে যা যা ঘটত

৪৬৭ পঠিত ... ১৭:৪০, সেপ্টেম্বর ১৭, ২০২৪

31

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায়ই সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। আজও পল্টনে সমাবেশ করছে দলটি। যদি বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্টের বাঁক পরিবর্তন না আসত, কেমন হতো বিএনপির আজকের সমাবেশ? কী কী ঘটত ঢাকা জুড়ে? তাই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকি। 

১#

বিএনপির সমাবেশস্থলের পাশেই বঙ্গবন্ধু অ্যাভিউনিউতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ নামে আরও একটা সমাবেশ হতো। এই সমাবেশের কর্মীদের পুলিশ সত্যিকার অর্থে একটু আদরও করে দিত। কেউ কেউ কপালের ঘাম মুছে দিত।

২#

দুপুরের দিকে নয়াপল্টন এলাকার ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেত। মির্জা ফখরুল মঞ্চে বসে ডাইনোসর গেম খেলতেন।  

৩#

আগের রাত থেকে শুরু করে আজ সারাদিন পরিবহন ধর্মঘট থাকত।

৪#

হারুনের ভাতের হোটেলে পত্রিকা বিছিয়ে খাওয়ার প্রস্তুতি চলত। বিকেলে পুলিশের হাতে এক দফা মার খেয়ে বিএনপির নেতারা ডিবি অফিসে দ্বিতীয় দফা ভাত খেতে যেতেন।

৫#

সন্ধ্যার মধ্যেই মির্জা ফখরুল, রিজভীরা বাসা থেকে বিদায় নিয়ে জেলের উদ্দেশ্যে রওনা দিতেন।

৬#

সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন এলাকার আশেপাশে ছাত্রলীগ কর্মীদের সাধারণ মানুষের মোবাইল চেক করতে দেখা যেত।

৭#

পুলিশের ডিউটি বেড়ে যেত। আগের রাতে ঢাকামুখী যাত্রীদের ফোনে তারেক জিয়ার ছবি খোঁজা, দুপুরে পল্টনে লাঠি চার্জ ও টিয়ারশেল নিক্ষেপ, বিকেলে গ্রেফতার অভিযান। পুরা ২৪ ঘণ্টায়, ৪৮ ঘণ্টার ডিউটি।

৮#

হুট করে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একটা লোককে পিটাচ্ছে। কিন্তু পিটানোর আগেই লোকটা বেহুশ হয়ে গেল। কাছে গেলে দেখা যেত, নুরুল হক নূর।

৯#

বঙ্গবন্ধু অ্যাভিউনিউতে খিচুড়ি রান্না হতো, পল্টনে হতো না। দেখা যেত, পল্টন থেকে কিছু বিএনপি নেতাকর্মী গোপনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে খিচুড়ি খেয়ে চলে যেত।

৪৬৭ পঠিত ... ১৭:৪০, সেপ্টেম্বর ১৭, ২০২৪

Top