আপনিও যেসব কারণে দুর্নীতি করবেন

৪১০ পঠিত ... ১৭:৫১, জুলাই ০৯, ২০২৪

31

আমাদের দেশ এক অদ্ভুত দেশ। প্রত্যেক দিনই আমরা দেশের বিখ্যাত কিছু দুর্নীতিবাজদের নাম জানছি পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্টে। দুর্নীতি করে যদি দেশের সবার কাছে নিজেকে নিয়ে যাওয়া যায়, তাহলে দুর্নীতি করা আসলে ভালোই মনে হয়। আপনি কি নিজেকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যেতে চান, তাহলে আজই টেবিলের নিচ দিয়ে টাকা নেয়া শুরু করতে পারেন। এই লেখায় আপনাকে জানাব কেন আপনারও দুর্নীতি করা উচিত।

১#

আপনি দুর্নীতি করলে আপনার সন্তান আপনার দুর্নীতির টাকায় দেশে অডি, বিদেশে মার্সিডিজ গাড়িতে চড়তে পারবে।

২#

আপনি তখন চলে আসবেন কোটির হিসাবে। আপনাকে আর কেউ, হাজারে গণনা করবে না। আপনার নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পদ থাকবে।

৩#

দুর্নীতি করার কারণে আপনি সরকার থেকে পাবেন এক বিশেষ সুবিধা। এই সুবিধা পৃথিবীর বুকে শুধু আপনাকেই দেওয়া হবে। আপনার কালো টাকাকে সাদা করার জন্য বাজেটে দেওয়া হবে বিশেষ সুবিধা।

৪#

আপনার সন্তানরা তখন আপনার সফলতার গল্প নিয়ে অনেক বড় বড় পোস্ট লিখতে পারবে। সেইসব পোস্ট ফেসবুকে রাতারাতি ছড়িয়ে পড়বে এবং আপনার সন্তানরা পাবে লক্ষ লক্ষ ফলোয়ার্স!

৫#
তখন আপনার হাত হয়ে উঠবে ভরসার হাত। শুধুমাত্র, আপনার হাত ধরেই দেশের বিভিন্ন স্তরে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে।

৬#

নিজের আয়ু নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না। আপনি যাদের হাত ধরে উপরে উঠিয়েছেন তারাই প্রতিনিয়ত আপনার দীর্ঘায়ু কামনা করবে।

৭#

অবসর সময় কাটবে সবচেয়ে সুন্দর। দুর্নীতির কারণে আপনার বিভিন্ন দেশে থাকবে সুন্দর সুন্দর বাংলো। একটু অবসর পেলেই আপনি সেইসব বাংলোতে আরাম করতে চলে যাবেন।

৮#
নিজের এবং মানুষের পাশাপাশি দাঁড়ানোর সাথে সাথে আপনি দাঁড়াতে পারবেন দেশের পাশেও। আপনার দুর্নীতির টাকায় বড় একটা ব্যাবসা প্রতিষ্ঠান দিয়ে দেশের অর্থনীতিতে রাখবেন অনেক অনেক ভূমিকা।

 

 

৪১০ পঠিত ... ১৭:৫১, জুলাই ০৯, ২০২৪

Top