বের হয়েছে এসএসসির রেজাল্ট, তুমুল ব্যস্ত পাশের বাসার আন্টিরা

১৬৯ পঠিত ... ১৩:১৮, মে ১২, ২০২৪

13 (10)

অবশেষে আজ বের হয়েছে এ বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট। বরাবরের মতোই রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই ব্যস্ততা বেড়েছে পাশের বাসার আন্টিদের। পাশের বাসার ছেলেমেয়েদের রেজাল্টের খোঁজখবর নিতে মোটামুটি নাওয়া খাওয়া ভুলে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এসব আন্টিরা। লোকাল বিবিসি নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে এক পাশের বাসার আন্টি হতাশা প্রকাশ করে বলেন, ‘দিনকাল আর আগের মতো নাই, এখন পোলাপান আর খারাপ রেজাল্ট করে না। এভাবে চলতে থাকলে আমরা কোথাও যাবো, পোলাপান এভাবে গণহারে জিপিএ ফাইভ পেতে থাকলে বাংলার হাজার বছরের ঐতিহ্য পাশের বাসার আন্টির কালচার বলতে আগামীতে কিছুই থাকবে না। বিশ্বাস করেন রাসেল ভাই আমার আশপাশের একটা ছেলেমেয়েও ফেল করে নাই।’

অন্যদিকে এত এত জিপিএ ফাইভ বেড়ে যাওয়াকে নিজেদের অর্জন বলে দাবি করেছেন শিল্পী সমিতির সাবেক সভাপতি পদে থাকা এক পাশের বাসার আন্টি। অভ্যাসবশত অন্যদের অর্জনকে নিজেদের বানিয়ে ফেলা এই আন্টি আমাদের বলেন ‘আমরা ছিলাম বলেই পিয়ার প্রেশারে পড়ে ছেলেমেয়েদের বাবা মায়েরা তাদের চাপে রেখেছেন। যার ফলে আজ দেখেন আজ কত কত জিপিএ ফাইভ। সবকিছুকে এত সমালোচনা করতে নাই বুঝলেন, আমরা না থাকলে আজ এসএসসির রেজাল্টও পাটক্ষেতের লোকজনের দখলে চলে যেত।’

তবে রেজাল্ট জিজ্ঞেস করা এবং খোঁচা মারাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে দুই গ্রুপ পাশের বাসার আন্টিদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে আজ। এক পাশের বাসার আন্টি আরেকজনকে ‘ওমা আমার দারোয়ানের মেয়েও তো জিপিএ ফাইভ পেয়েছে আপনার ছেলে পায়নি’বলার পরেই এই সংঘর্ষ ঘটেছে বলে জানিয়েছেন ট্যাঁটা টিভির স্থানীয় প্রতিবেদক।

১৬৯ পঠিত ... ১৩:১৮, মে ১২, ২০২৪

Top