মোস্তফা জব্বারের ভক্ত ঘরে ঘরে। গতকাল, মঙ্গলবার বেলা ৩টা বেজে ২৫ মিনিটে তিনি নিজের ফেসবুক পেইজে, একটা পোস্ট আপলোড করেন। তার আপলোডকৃত পোস্টে তিনি খুবই সুন্দর, শুদ্ধ, এবং সাবলীলভাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমো-র ব্যবহার শেখান। তার পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি, হোয়াটসঅ্যাপে কী কী করা যায়, কীভাবে ব্যবহার করতে হয়, কোন ফিচার কীসের, এমন আরও অনেক কিছুই…
তার এত সুন্দর একটা পদক্ষেপের পর তার তরুণ ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন। তাদের শুরু হয়েছে নতুন দাবি। তারা তাদের একমাত্র আইডল, মোস্তফা জব্বারের হাত ধরে শিখতে চান টেলিগ্রাম ও টেরাবক্সের ব্যবহার। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ জানালেন, ‘আমাদের এমন কেউ নেই যে হাত ধরে টেলিগ্রাম আর টেরাবক্সের ব্যবহার শেখাবে। কেউ নেই, যে আমাদের বলবে এটা করো, ওটা করো না। গতকাল স্যারের স্ট্যাটাস দেখে আমাদের সেই শূণ্যতা একটা পূর্ণতার দেখা পেয়েছে। আমরা জানি, কেউ পারলে সেটা একমাত্র তিনিই। তাই আমরা আমাদের দাবি নিয়ে পথে নেমেছি!’
এক গোপন ভুয়া সূত্রের মাধ্যমে জানা যায়, তার স্ট্যাটাস দেখে মুগ্ধ হয়েছেন মার্ক জাকারবার্গ। জাকারবার্গের সিদ্ধান্ত, এখন থেকে তার সবগুলো অ্যাপ, অ্যাপের ফিচারের টিউটোরিয়াল তিনি মোস্তফা জব্বারকে দিয়েই করাবেন। আমাদের একান্ত ব্যক্তিগত সূত্রে জানতে পেরেছি, জাকারবার্গের আগে আগেই এলন মাস্ক স্যারের সাথে যোগাযোগের একটা চেষ্টায় আছেন।