ইদের আগেই ইদ শুরু সামার লাভারদের

১৩৪ পঠিত ... ১৭:২৮, মার্চ ৩১, ২০২৪

33 (4)

আর কিছুদিন পরেই ইদ, ইতিমধ্যেই ইদের আমেজ কিছুটা চলে আসলেও সামার লাভারদের ইদ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসব না আসব করে না আসা গরম হুট করে চলে আসায় সামার লাভারদের মনে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা, অনেকে খুশিতে লাইভে এসে করছেন গোসলও। তবে সামার লাভারদের এমন আনন্দ উচ্ছাসের দিনে কিছুটা হতাশ বাংলার উইন্টার লাভার সমাজ। উইন্টার লাভার সোসাইটির সভাপতি ঘরে এসি ছেড়ে কম্বলের নিচে থেকে আমাদের বলেন ‘সামারকে ভালোবাসার কী আছে? শীতের সোদনে সোজা হয়ে দাঁড়াতে না পারলেও খেয়ে ঘুমিয়ে বেশ আরাম। সামার লাভাররা আসলে সব এইদেশের মুক্তমত প্রকাশ করতে চাওয়া মানুষ কিংবা ভোট দিতে চাওয়া মানুষদের মতো, এদের সুখে থাকতে ভুতে কিলায়।’

অন্যদিকে এক সামার লাভার লেবুর শরবতে চুমুক দিয়ে আমাদের বলেন ‘খুব ট্যাশ, মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। শীতের দিনে মনপ্রাণ ভরে গোসল করতে পারি না। এবার গরমে বাড়িতে একটা সুইমিংপুল বানানোর পরিকল্পনা আছে দোয়া করবেন।’গরম আসার খুশিতে ঢাকার নানা প্রান্তে আনন্দ মিছিল এবং জলকেলি উৎসব করেছেন সামার লাভাররা। তবে ঢাকার বাইরে বরিশালের সামার লাভারদের অবস্থা জানতে সেখানে গিয়ে তেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাওয়া যায়নি এমনকি একজনকে ‘আপনি কী সামার লাভার’ জিজ্ঞেস করায় আমাদের প্রতিবেদককে তিনি ‘সামার পো’সম্বোধন করে চলে যান।

১৩৪ পঠিত ... ১৭:২৮, মার্চ ৩১, ২০২৪

Top