আশফাক নিপুণকে বাদ দেয়ার পর LGTV-তে সিনেমা দেখা বন্ধ করল TEDx KUET

১৮৫ পঠিত ... ১৭:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

426758543_1317893588872946_8006132026120538122_n

আশফাক নিপুণকে বয়কট করার পর LGTV-তে সিনেমা দেখাও বন্ধ করলো কুয়েটের শিক্ষার্থীরা। জানা গেছে, LGBTQ-থেকে তিনটা অক্ষর থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে TEDx KUET.

 এর আগে LGBTQ সমর্থনের অভিযোগ তুলে ফিল্মমেকার আশফাক নিপুণকে নিজেদের TEDx এর স্পিকারের লিস্ট থেকে বাদ দেয় তারা। সেই ধারাবাহিকতায় LGTV বয়কটের ঘোষণাও দিয়েছে তারা।

‘LGTV টিভির সাথে তো LGBTQ-এর কোনো সম্পর্ক নাই, LG মানে তো লাইফস গুড, তাও আপনারা কেন LGTV বয়কট করলেন?’ আমাদের এমন এক প্রশ্নে সংশ্লিষ্টদের একজন আমাদের উপর বেশ ক্ষেপে যান। নিজেকে কিছুটা শান্ত করে তিনি বলেন, ‘আমাদেরকে কি তোমরা বলদ মনে করো? কিছু বুঝি না মনে করো না? সব বুঝি। আশেপাশে সবাই LGBTQ সবাই LGTV. আমরা এইগুলা বুঝি। আমাদেরকে বোকা বানানো এতো সহজ না।’

LGTV এর পাশাপাশি LV ব্র্যান্ডের বেল্ট, ব্যাগ কিংবা যেকোন ধরনের পণ্য সাথে নিয়েও ঢোকা যাবে না কুয়েটে। এমনটাই জানান কর্তৃপক্ষ।

১৮৫ পঠিত ... ১৭:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

Top