বেস্ট সেলার হওয়ার জন্য বইমেলায় ডামি লেখক চান বাংলাদেশি লেখকরা

১৮৭ পঠিত ... ১০:২৫, জানুয়ারি ৩০, ২০২৪

421308593_1292974708210662_839725736694825115_n

আসছে মহান একুশে বইমেলা, ২০২৪। টান টান উত্তেজনায় লেখক, পাঠক, প্রকাশক, স্টলার—সবাই। প্রতিবারই কোনো না কোনো নির্দিষ্ট বই বা লেখকের উপর থাকে পাঠকের বিশেষ নজর। সেটা হতে পারে কনভেনশনাল কিংবা ফেসবুকীয় হাইপ। এভাবেই মেলা শেষে কেউ না কেউ পত্র-পত্রিকা, সামাজিক মাধ্যম কিংবা নেটিজন দ্বারা স্বীকৃত হন বেস্টসেলার হিসেবে।

একসময় বেস্ট সেলার হিসেবে ছিলেন হুমায়ূন আহমেদ, তার এক অটোগ্রাফের জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতো আগ্রহের সাথে। এখনও হুমায়ূন আহমেদের বইয়ের কাটতি আগের মতই আছে। তবে নতুনদের ভেতর বেস্টসেলারের আসন দখলের পথে আছেন সাদাত হোসাইন, সোহাইল রহমান, মৌরি মরিয়মসহ আরও অনেকেই।

তবে গোপনসূত্রে জানা গেছে, এবার পাঠকমহল চান ভিন্নকিছু। নির্বাচনের মত তারা দেখতে চান ডামি বেস্টসেলার। এ ব্যাপারে নাজমুল হোসেন নামের এক পাঠক বলেন, 'নতুন কিছু পড়তে চাই। একদম নতুন। যা পুরাতন হয়নি, যা আগে কখনো পড়িনি। একই লেখক আর কত পড়বো? বুঝতেই তো পারছেন। নতুন লেখক দিন....’

পাঠকমহলে অনুরোধে ঢেকি গিলতেই এবার ভিন্নপ্রকাশ, দ্বিতীয়া ও বাতিঘব প্রকাশনী নিয়ে আসছে ডামি বেস্টসেলার লেখক। ভিন্নপ্রকাশের কর্ণধার জানান, ‘অনেক পাঠক অভিযোগ করেন তারা প্রিয় লেখককে দেখতে এসে তাদের দেখা পান না। বছরে একবারই এমন সুযোগের আশায় থাকেন তারা। কেউ হয়তো অটোগ্রাফ চান, কেউ সেলফি—সবাই ফেরত যান হতাশ হয়ে। এসব কারণেই এবার ডামি বেস্টসেলারদেরকে মেলার ৩০ দিনই পাওয়া যাবে স্ব স্ব স্টলে। প্রয়োজনে তারা অটোগ্রাফ দেবেন, সেল্ফি তুলবেন, আড্ডাও দেবেন পাঠক চাইলে...ইতিমধ্যে সাদাত হোসাইন, আনিসুল হক, সুহান রিজওয়ানের ডামি ভার্সন পাওয়া গেছে। খোঁজা হচ্ছে বাকিদেরটাও...’

১৮৭ পঠিত ... ১০:২৫, জানুয়ারি ৩০, ২০২৪

Top