বইমেলায় ChatGPT দিয়ে লিখে কবিতার বই প্রকাশ

৩৬৬ পঠিত ... ১৭:১৬, জানুয়ারি ২৮, ২০২৩

Chatgpt-kobitar-boi

ফিচার থেকে কবিতা, গল্প কিংবা উপন্যাস, অ্যাসাইনমেন্ট কিংবা থিসিস-সবই লিখে ফেলছে চ্যাটজিপিটি নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ বট। জানা গেছে, অমর একুশে বইমেলায় চ্যাটজিপিটি ব্যবহার করে কবিতার বই প্রকাশ করতে যাচ্ছেন ঢাকার স্বনামধন্য কবি জীবনানন্দ রায়হান। এই বইমেলাতেই বইটি পাওয়া যাবে।

বই সম্পর্কে কথা বলতে গিয়ে জীবনানন্দ রায়হান বলেন, ‘আমার দীর্ঘদিন কবিতার বই বের করার শখ ছিলো। কিন্তু কবিতা লিখতে পারি না দেখে হয়ে উঠেনি। চ্যাটজিপিটি আসার পর তাই বইটা বের করে ফেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি।‘

জানা যায়, রবীন্দ্রনাথ ঘরানার ৫টি, নজরুল ঘরানার ৫টি, জীবনানন্দ ঘরানার ৩টি, শেকসপিয়ার ঘরানার ৪টি, মাহমুদ দার্বিশ ঘরানার ৩টি, জালালউদ্দিন রুমি ঘরানার ২টিসহ মোট ৩০টি কবিতা দিয়ে সাজানো থাকবে বইটি।

কবিতার বই বের করার পর উপন্যাস লেখার ভাবনাও আছে এই লেখকের। হুমায়ূন আহমেদ ঘরানার উপন্যাস দিয়ে শুরু করার ভাবনা তার। সম্ভব হলে এই বইমেলাতেই উপন্যাসটি বাজারে আনতে চান তিনি।

৩৬৬ পঠিত ... ১৭:১৬, জানুয়ারি ২৮, ২০২৩

Top