করোনার সেকেন্ড ওয়েভ ঠেকাতে ৫ এপ্রিল থেকে আবার লকডাউন হচ্ছে সমগ্র বাংলাদেশ। প্রতিটি জেলা শহর থেকে শুরু করে গ্রামের বাজার পর্যন্ত ছড়িয়ে দেয়া হচ্ছে করোনা সচেতনতামূলক বার্তা।
কিন্তু এর মধ্যেও দুপুর ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে বই মেলা। যান চলাচল বন্ধ, মানুষের ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকার পরেও বই মেলায় কিভাবে মানুষ যাবে, তা নিয়ে কৌতুহলী সমগ্র দেশবাসী। তবে স্যাটেলাইট থেকে আসা একটি বার্তা থেকে জানা গেছে, দেশের মানুষের জন্য নয়, বরং ভিনগ্রহের প্রাণীদের জন্যই খোলা রাখা হয়েছে বইমেলা।
নাম প্রকাশে ইচ্ছুক (কিন্তু আমরা প্রকাশ করবো না) বইমেলার সাথে সম্পৃক্ত একজন জানান, 'এতদিন শুধু বাংলাদেশের মানুষের জন্যে মেলা করেছি আমরা, এবার দেশ বিদেশ... এমন কি জাগতিক সীমা ছাড়িয়ে আমরা চেষ্টা করবো জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। ভিনগ্রহের প্রাণীরা এসে আমাদের বই পড়বে, আমাদের কালচার সম্পর্কে জানবে, ভাবতেই ভালো লাগছে।'
জানা গেছে, ছবির হাট সংলগ্ন জায়গায় স্পেসশিপ ল্যান্ড করার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানে নামবে স্পেসশিপ, সেখান থেকে এলিয়েনরা স্বাস্থ্যবিধি মেনে ঘুরবে মেলায়।
উদ্যানে শলাকা হাতে চক্রাকারে বসে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা আজ থেকেই স্পেসশিপ দেখতে পারছেন। একজন কলকিতে দু টান দিয়ে বলেন, 'একটু আগেই একজন এলিয়েন জিগাইলো, আদনান মুকিতের "কী একটা অবস্থা" বইটা কোন স্টলে পাওয়া যাইব। কি একটা অবস্থা, কন তো দেখি।'